সুখবর শোনালেন Kane Williamson,শুভেচ্ছা জানালেন Virat Kohli
স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলে (paternity leave) পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলিও (Virat Kohli)।
নিজস্ব প্রতিবেদন: কন্যা সন্তানের বাবা হলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। বুধবার সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত কন্যাকে ধরে সুন্দর একটি ছবি পোস্ট করে-এই খবর জানান তিনি।
ইনস্টা পোস্টে উইলিয়ামসন (Kane Williamson) লিখেছেন, "আমাদের পরিবারে সুন্দরী মেয়েকে স্বাগত। দারুণ খুশি। আনন্দ।"
সোশ্যাল মিডিয়ায় উইলিয়ামসনের (Kane Williamson) পোস্টে অভিনন্দনের বন্যা। শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli)। তিনি লিখেছেন, "জীবনে এই আশীর্বাদ এর জন্য তোমাদের দু'জনকেই শুভেচ্ছা। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা।"
প্রথমবার বাবা হওয়ার মুহূর্তে স্ত্রী সারহা রহিমের পাশে থাকতে চেয়ে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে পিতৃত্বকালীন ছুটি (paternity leave) চান কেন উইলিয়ামসন (Kane Williamson)। কিউই ক্রিকেট বোর্ড তাঁর ছুটি মঞ্জুর করে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে খেলেননি উইলিয়ামসন (Kane Williamson)।
আরও পড়ুন- ISL 2020-21: টিমের অনেকে ISL খেলার যোগ্য নয়! ফের বিস্ফোরক Robbie Fowler
ভারত অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) নতুন বছরের শুরুতে বাবা হতে চলেছেন। আইপিএল শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছিলেন বিরাট-অনুষ্কা। স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলে (paternity leave) পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলিও (Virat Kohli)।
আরও পড়ুন- Boxing Hall of Fame: সম্মানিত কিংবদন্তি Muhammad Ali-র মেয়ে Laila Ali ও Floyd Mayweather