কোনও ক্লাব নেই, তবু ইউরোয় বেলদের টপকে যাচ্ছেন তিনি!
ঠিক এই মুহূর্তে তাঁর ক্লাবের নাম কী জিজ্ঞাসা করলে কোনও উত্তর পাবেন না। কারণ, তাঁর কোনও ক্লাবই তো নেই! হ্যাঁ, ক্লাব ফুটবলে এতটাই ব্রাত্য তিনি। অথচ, চলতি ইউরোতে তাঁর গোলেই জিতছে তাঁর দেশ ওয়েলশ।
![কোনও ক্লাব নেই, তবু ইউরোয় বেলদের টপকে যাচ্ছেন তিনি! কোনও ক্লাব নেই, তবু ইউরোয় বেলদের টপকে যাচ্ছেন তিনি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/12/57630-kanu12-6-16.jpg)
ওয়েব ডেস্ক: ঠিক এই মুহূর্তে তাঁর ক্লাবের নাম কী জিজ্ঞাসা করলে কোনও উত্তর পাবেন না। কারণ, তাঁর কোনও ক্লাবই তো নেই! হ্যাঁ, ক্লাব ফুটবলে এতটাই ব্রাত্য তিনি। অথচ, চলতি ইউরোতে তাঁর গোলেই জিতছে তাঁর দেশ ওয়েলশ।
সে দেশের তারকা ফুটবলার গ্যারেথ বেলের থেকেও বেশি আলোচনা হচ্ছে তাঁকে নিয়েই। আর এই তিনি হলেন থমাস হেনরি অ্যালেক্স রবসন কানু। জন্মেছিলেন ইংল্যান্ডে। সে দেশেও খেলেছিলেন। পরে অবশ্য পাকাপাকিভাবে ওয়েলশের হয়েই খেলছেন এবং গোলও করছেন এই উইঙ্গার। এবারের ইউরোয় ওয়েলশের হয়ে প্রথম ম্যাচে স্লোভাকিয়ার হয়ে গোলও করলেন কানু। কিন্তু প্রতিযোগিতার শেষে ক্লাব পাবেন তো?