Sachin Tendulkar vs Virat Kohli: সচিন-বিরাটের মধ্যে কে সেরা? এবার কপিল জমিয়ে দিলেন খেলা
Sachin Tendulkar vs Virat Kohli: সচিন-বিরাটের মধ্যে কে সেরা? বিগত কয়েক বছর ধরেই বাইশ গজে এই বিতর্ক চলছে। কোহলির ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের পর এই আলোচনা আরও জোরাল হয়েছে। এবার এই বিতর্ক থামিয়ে দিলেন কিংবদন্তি কপিল দেব। দুরন্ত উত্তর দিলেন তিনি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি বনাম সচিন তেন্ডুলকর (Virat Kohli vs Sachin Tendulkar)! বেশ কয়েক বছর ধরেই এই বিতর্ক ফ্যানদের রসদের জোগান দিচ্ছে। 'মাস্টার ব্লাস্টার' নাকি 'চেজমাস্টার'! কে সর্বকালের সেরা? এই মুহূর্তে আগুনে ফর্মে রয়েছেনকোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে কোহলি কেরিয়ারের ৪৬ তম আন্তর্জাতিক ওয়ানডে শতরানের স্বাদ পেয়েছেন। ১১০ বলে বিধ্বংসী ১৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর থেকে ফের একবার কোহলি বনাম বিরাট আলোচনা আরও একবার জোরাল হয়েছে। সচিন-বিরাটের মধ্যে কে সেরা? এবার কপিল দেব (Kapil Dev) জমিয়ে দিলেন খেলা। তিরাশির বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়ে দিলেন তাঁর মত। বরাবরই ঠোঁটকাটা কপিল। এবারও তার ব্যতিক্রম হল না।
গাল্ফ নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল বলছেন, 'ওরকম ক্যালিবারের প্লেয়ারের মধ্যে এক বা দু'জনকে বেছে নেওয়া যায় না। এগারোজন প্লেয়ারদের নিয়ে দল হয়। আমার হয়তো কিছু পছন্দ, অপছন্দ থাকতে পারে। সুনীল গাভাসকর ছিলেন অন্যতম সেরা। এরপর আমরা রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগকে দেখলাম। এখন রোহিত শর্মা ও বিরাট কোহলিদের দেখছি। প্রতি প্রজন্মই ভালো থেকে আরও ভালো হয়ে ওঠে।' আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সেরা পাঁচ সর্বোচ্চ রানশিকারিদের তালিকায় ঢুকে পড়েছেন কোহলি। একে সচিন তেন্ডুলকর (১৯৮৯-২০১২) ১৮ হাজার ৪২৬ রান। দুয়ে কুমার সঙ্গাকারা (২০০০-২০১৫) ১৪ হাজার ২৩৪ রান। তিনে রিকি পন্টিং (১৯৯৫-২০১২) ১৩ হাজার ৭০৪ রান। চারে সনথ জয়সুরিয়া (১৯৮৯-২০১১) ১৩ হাজার ৪৩০ রান। পাঁচে বিরাট কোহলি (২০০৮-২০২৩) ১২ হাজার ৭৭৩ রান। ছয়ে চলে এলেন মাহেলা জয়বর্ধনে (১৯৯৮-২০১৫) ১২ হাজার ৬৫০ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক ওয়ানডে রান করার ক্ষেত্রে কোহলি টপকে গিয়েছেন ধোনিকে। এই মুহূর্তে একে সচিন (৩১১৩ রান), দুয়ে কোহলি (২৩৮৭ রান), তিনে ধোনি (২৩৮৩ রান), চারে ইনজামাম-উল-হক (২২৬৫ রান) ও পাঁচে সইদ আনওয়ার (২১৯৮ রান)।