বাংলার খেল সম্মান ২০১৩: লাইফ টাইম অ্যাচিভমেন্ট সৌরভ গাঙ্গুলি লিয়েন্ডার পেজকে
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেল সম্মান ২০১৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হল বাংলার ক্রীড়া ব্যক্তিত্বদের। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান সৌরভ গাঙ্গুলি আর লিয়েন্ডার পেজ। গুরু সম্মান দেওয়া হয় ১২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে। বাংলার গৌরব সম্মান পান তেইশজন এবং খেল সম্মান পান ২৬ জন ক্রীড়া ব্যক্তিত্ব।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেল সম্মান ২০১৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হল বাংলার ক্রীড়া ব্যক্তিত্বদের। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান সৌরভ গাঙ্গুলি আর লিয়েন্ডার পেজ। গুরু সম্মান দেওয়া হয় ১২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে। বাংলার গৌরব সম্মান পান তেইশজন এবং খেল সম্মান পান ২৬ জন ক্রীড়া ব্যক্তিত্ব।
এছাড়া আর্থিক অনুদান দেওয়া হয় ২০০০ নতুন এবং ২৫০০ পুরনো ক্লাবকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উঠে এসেছে কয়েকটি প্রশ্ন।কোচ না হয়ে কিভাবে গুরু সম্মান পেলেন প্রসূন ব্যানার্জি। জুড়ি কমিটির সদস্যরাই সম্মানিত হলেন।সব মিলিয়ে সাফল্য-বিতর্কে মোড়া রাজ্য সরকারের খেল সম্মান অনুষ্ঠান।