ধীরে ধীরে অ্যাথলিটদের অনুশীলনে ফেরাতে উদ্যোগী ক্রীড়ামন্ত্রক
মেগা আর্থ শো এক বছর পিছিয়ে গেলেও অলিম্পিকে ভালো ফলাফল করতে হলে আর সময় নষ্ট করা যাবে না। তাই সরকারি নির্দেশিকা মেনে খেলোয়াড়দের অনুশীলনে ফেরাতে উদ্যোগী ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
নিজস্ব প্রতিবেদন: করোনাতে স্তব্ধ গোটা বিশ্ব। পিছিয়ে গিয়েছে অলিম্পিক থেকে শুরু করে বিশ্বের সব খেলাধুলা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কারোর জানা নেই। তবুও আশায় বুক বেঁধে এগোতে চাইছে ভারতের ক্রীড়াজগৎ। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি উদ্যোগী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থেকে টুইট করে জানানো হয়েছে , "ক্রীড়ামন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ধাপে ধাপে আবার অনুশীলন শুরু করার। এই ব্যাপারে সমস্ত বিভাগের আধিকারিক এবং এলিট অ্যাথলিটদের সঙ্গে কথা বলবেন ক্রীড়ামন্ত্রী নিজে। তবে অগ্রাধিকার দেওয়া হবে খেলোয়াড়দের স্বাস্থ্য।" লকডাউনের জন্য প্রায় দুমাস অনুশীলনের মধ্যে নেই ভারতীয় ক্রীড়াবিদরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনে করছে, এই পরিস্থিতিতে সব খেলোয়াড়দের ছন্দ এবং ফিটনেস দুটোই কমে।
Once the lockdown is lifted, we will resume the training of our elite athletes followed by other SAI Training Centres in phased manner. I appeal sportspersons and all stakeholders not to rush because health and safety is our top priority presently.#IndiaFightsCorona https://t.co/FqSliNhKR1
— Kiren Rijiju (@KirenRijiju) May 11, 2020
মেগা আর্থ শো এক বছর পিছিয়ে গেলেও অলিম্পিকে ভালো ফলাফল করতে হলে আর সময় নষ্ট করা যাবে না। তাই সরকারি নির্দেশিকা মেনে খেলোয়াড়দের অনুশীলনে ফেরাতে উদ্যোগী ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। এই নিয়ে সবার সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভারোত্তোলকদের পরামর্শ শুনেছেন। মঙ্গলবার কথা বলবেন অ্যাথলেটিক্স নিয়ে। এরপর দিন হকি । এক এক করে প্রতিটি ইভেন্টের খেলোয়াড় এবং আধিকারিকদের সাথে কথা বলে অনুশীলন শুরু করার সঠিক পরামর্শ চাইছেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু।
Elite weightlifters housed in SAI's National Center of Excellence in Patiala spoke to @KirenRijiju online and shared their feedback on resumption of training in a phased manner. Sports Minister spoke to all weightlifters and coaches to understand their training requirements. pic.twitter.com/ZiuzDhHcQT
— Kiren Rijiju Office (@RijijuOffice) May 11, 2020
মন্ত্রীর ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক নিয়মে খেলাধুলা চালু হোক। বিশেষ করে অ্যাথলেটিক্সের দিকে বেশি করে নজর দিতে চাইছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সরকার চাইছে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন দর্শক শূণ্য স্টেডিয়ামে খেলাধুলা শুরু করা হোক। লক্ষ্য একটাই খেলোয়াড়রা অনুশীলন করে ছন্দে ফিরুক।
আরও পড়ুন - করোনার ধাক্কায় ভারতে পিছিয়ে যেতে চলেছে ফুটবল ট্রান্সফার উইন্ডো!