Kylian Mbappe VS PSG: ঝামেলা তুঙ্গে! কেন পিএসজি কর্তাদের বিরুদ্ধে রেগে লাল এমবাপে? জেনে নিন

পিএসজি-র ২০২৩-২৪ মরসুমের টিকিট বিক্রির একটি ভিডিয়ো বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেই ভিডিয়োতে মেসি ও নেইমার নেই। তবে পুরো বিজ্ঞাপনের অনেকটা জায়গা জুড়ে এমবাপে আছেন। সেই ভিডিয়োতে নিজের মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে এমবাপেকে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 7, 2023, 09:35 PM IST
Kylian Mbappe VS PSG: ঝামেলা তুঙ্গে! কেন পিএসজি কর্তাদের বিরুদ্ধে রেগে লাল এমবাপে? জেনে নিন
পিএসজি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কিলিয়ান এমবাপে। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নতুন মরসুমের আগে দরাদরি মনের মতো না প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain) ছাড়তে পারেন লিওনেল মেসি (Lionel Messi)। জল্পনা চলছে নেইমারের (Neymar) দলবদল নিয়েও। পিএসজি-র (PSG)টালামাটাল পরিস্থিতিতে এবার কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) সঙ্গে ক্লাব কর্তাদের জোর লেগে গেল। সিজন টিকিট নবীকরণের আবেদন জানিয়ে পিএসজি-র পক্ষ থেকে যে প্রচারমূলক ভিডিয়ো প্রকাশ করেছে, সেটা নিয়েই এই মুহূর্তে তোলপাড় ফুটবলার। ক্লাব কর্তাদের আচরণে বেজায় চটেছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার।

পিএসজি-র ২০২৩-২৪ মরসুমের টিকিট বিক্রির একটি ভিডিয়ো বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সেই ভিডিয়োতে মেসি ও নেইমার নেই। তবে পুরো বিজ্ঞাপনের অনেকটা জায়গা জুড়ে এমবাপে আছেন। সেই ভিডিয়োতে নিজের মতামত প্রকাশ করতে দেখা গিয়েছে এমবাপেকে। সেই ভিডিয়ো সম্পর্কে নিজের অনুভূতি পরিষ্কার করে দিয়েছেন এই ফরাসি ফুটবল তারকা। তিনি প্রচারমূলক ভিডিয়োর সঙ্গে একমত নন বলে দাবি করেছেন। 

এমবাপে বলেছেন, "এই ভিডিয়োর ব্যাপারে আমাকে কখনোই জানানো হয়নি। প্রকাশিত ভিডিয়োর সঙ্গে আমি একমত নই। এবং একটা পরিবার। তবে এটা কিলিয়ান সেন্ট জার্মেইন নয়।" এরপর নিজের ইনস্টাগ্রামে আরও লিখেছেন, 'আমি কেবলমাত্র ক্লাবের ২০২৩-২৪ মরসুমের সিজন টিকিট বিক্রির নবীকরণের প্রচার ভিডিয়ো দেখেছি। আমাকে ভিডিয়োর বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়নি। এই ভিডিয়ো দেখে মনে হচ্ছে আমি ক্লাবের বিপণন দিবসে একটা সাধারণ সাক্ষাৎকার দিয়েছিলাম। সেটাই তুলে ধরা হয়েছে।'  

আরও পড়ুন: Lionel Messi and Argentina: ফিফা তালিকার শীর্ষে মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা, দুইয়ে ফ্রান্স, তিনে নেইমারের ব্রাজিল

আরও পড়ুন: Lionel Messi: অবিশ্বাস্য প্রস্তাব! মেসিকে দলে নেওয়ার জন্য বছরে ৪০ কোটি ইউরো দিতে চায় সৌদি আরবের আল হিলাল

যদিও পিএসজি-র পক্ষ থেকে যে ভিডিয়ো প্রকাশ করা হয়েছে সেই ভিডিয়োতে এমবাপে বলেছেন, 'মাঠ এবং পরিবেশ অনেক কিছুর সঙ্গেই যুক্ত। এগুলি সাধারণত দ্বাদশ খেলোয়াড়ের কাজ করে। এটা এমন কিছু যা আমাদের লড়াইয়ের জন্য বাড়তি শক্তির যোগান দেয়। খেলোয়াড়দের পক্ষ থেকে, গোটা ক্লাবের পক্ষ থেকে, যারা এখানে হাজির থাকতে পারেনি, তাদের পক্ষ থেকে এখানে কথা বলতে এসেছি। সবাইকে দেখাতে চাই যে তারা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে আমরা সব সময় এটা দেখাতে পারি না।' 

ক্লাবের পক্ষ থেকে এমবাপের কাছে ক্ষমা চাওয়া হয়েছে এবং ভিডিয়োটি সংশোধন করা হবে বলেও জানানো হয়েছে। যাই হোক ক্লাব ক্ষমা চাইলেও এমবাপে ও পিএসজি-র মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই। শোনা যাচ্ছে আগামী মরসুমে তিনি নাকি রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপাতে পারেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.