Laxmi Ratan Shukla: বাংলার নতুন কোচ লক্ষ্মী, ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন

বাংলার নতুন কোচ হচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা। সিএবি-র তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করা হলেও সূত্র মারফত এমনটাই জানা গেল। ফের বাংলায় ফিরছেন ডব্লিউভি রমন। তবে এ বার ব্যাটিং পরামর্শদাতা হয়ে। 

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 25, 2022, 10:57 PM IST
Laxmi Ratan Shukla: বাংলার নতুন কোচ লক্ষ্মী, ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমন
হেড কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করছেন লক্ষ্মী। ফাইল চিত্র

সব্যসাচী বাগচী : 

ওয়াসিম জাফর থেকে শুরু করে অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower), অভিমন্যু ইশ্বরণদের (Abhimanyu Eashwaran) হেড কোচ হিসেবে এমন তারকাদের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত 'ঘরের ছেলে' লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) উপরেই ভরসা রাখছে সিএবি (CAB)। তবে বঙ্গ ব্রিগেডের কোচিং স্টাফে রয়েছে বড় চমক।ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ফের বাংলায় কামব্যাক করছেন ডব্লিউভি রমন (WV Raman)। সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri) সহকারী কোচ ছিলেন। তাঁকে অনূর্ধ্ব-২৩ বা অনূর্ধ্ব-২৫ দলের ফিরিয়ে আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। মঙ্গলবার সন্ধেবেলা আনুষ্ঠানিক ভাবে হেড কোচ হিসেবে 'এল আর এস'-এর নাম ঘোষণা করবে সিএবি। নতুন কোচও উপস্থিত থাকতে পারেন। রমন উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার। 

কয়েক বছর আগেও মনোজ তিওয়ারি-লক্ষ্মীদের কোচিং করিয়েছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন বাঁহাতি ওপেনার। এর আগে দুই দফায় বাংলার দায়িত্ব সামলেছেন। শেষবার বাংলাকে বিদায় জানিয়ে তামিলনাড়ু দলের দায়িত্ব নিয়েছিলেন রমন। তাছাড়া গত তিন বছর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কোচ ছাড়া, ভারতের মহিলা সিনিয়র দলের কোচ হিসেবেও কাজ করেছিলেন। তবে সবাইকে অবাক করে মিতালি রাজ-ঝুলন গোস্বামীদের দায়িত্ব থেকে সরে আসেন রমন। 

 

WV Raman

গত দুই মরসুম বাংলা রঞ্জি ট্রফিতে সাফল্য পেলেও, ট্রফি জয় অধরা ছিল। মূলত ব্যাটারদের ভঙ্গুর মানসিকতার জন্যই বাংলার তীরে এসে তরী ডুবেছিল। শোনা যাচ্ছে ব্যাটিংয়ের হাল ঠিক করার জন্যই রমনকে ফেরানো হচ্ছে। ২০১০ সালে রমনের কোচিংয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেছিল বাংলা। এরপর ২০১২ সালে মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতেছিল বঙ্গব্রিগেড। সেই ফাইনালে অলরাউন্ড পারফরম্যান্স করে 'ম্যাচের সেরা' হয়েছিলেন, লক্ষ্মী। এ বার সেই জুটিকে ফের দেখা যাবে। তবে এ বার তাঁকে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে দেখা যাবে। 

গত রঞ্জির সেমি ফাইনালে হারের পর থেকেই অরুণ লালের বিদায় নিশ্চিত ছিল। 'ফাইটার লাল'-এর কোচিংয়ে বাংলা লাগাতার দু’বার বাংলা রঞ্জির ফাইনাল এবং সেমিফাইনাল খেললেও তাঁর কোচিং নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। এরপর ১১ জুলাই অরুণ লাল নিজেই ইস্তফা দিয়ে দেন। তাই নতুন কোচ বেছে নিতে আর কোনও বাধা রইল না। 

খেলোয়াড় হিসেবে সবসময় আগ্রাসী ভূমিকা নিয়েছেন। এহেন লক্ষ্মী কি কোচ হিসেবেও দলকে ড্রেসিংরুম ও সাইডলাইনের বাইরে থেকে তাতাবেন? সেটাই দেখার। 

আরও পড়ুন: Pranati Nayak | CWG 2022 : কমনওয়েলথ গেমসে প্রণতির অস্ত্র সুকাহারা ৭২০

আরও পড়ুন: Quinton de Kock: তিন ফরম্যাটের ক্রিকেটে সায় নেই ডি ককেরও! করে দিলেন বড় মন্তব্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.