ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হার, ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

লিগের বাকি ৫টি ম্যাচের সবগুলি জিতলেও ম্যান ইউ-র পয়েন্ট হবে ৮৬। তাই প্রিমিয়ার লিগের শেষ পাঁচ ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যান সিটি।

Updated By: Apr 15, 2018, 11:42 PM IST
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হার, ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

নিজস্ব প্রতিবেদন :  ২০১৭-১৮ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হল ম্যাঞ্চেস্টার সিটি। ৫ ম্যাচ বাকি থাকতেই লিগ জিতে নিল পেপ গুয়ার্দিয়ালার দল।

রবিবার ইপিএলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ০-১ গোলে হেরে গেল লিগ টেবিলে ২ নম্বর স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। অন্যদিকে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। সিটির হয়ে এদিন গোলগুলি করলেন গ্যাব্রিয়েল জেসাস, গুন্দোগান এবং রহিম স্টার্লিং। রবিবার টটেনহ্যামকে হারিয়ে ৩৩ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট হল সিটির। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে দু'নম্বরে থেকে গেল ইউনাইটেড। লিগের বাকি ৫টি ম্যাচের সবগুলি জিতলেও ম্যান ইউ-র পয়েন্ট হবে ৮৬। তাই প্রিমিয়ার লিগের শেষ পাঁচ ম্যাচে হারলেও চ্যাম্পিয়ন হয়ে যাবে ম্যান সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে লিভারপুল। ৩৪ ম্যাচ শেষে যাদের পয়েন্ট ৭০।

আরও পড়ুন- সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল গঠনে সমস্যায় এফসি গোয়া

২০১৩-১৪ মরসুমের পর আবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে পঞ্চমবার লিগ খেতাব জিতল সিটি। সেই সঙ্গে লা লিগা, বুন্দেশ লিগা জয়ের পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিয়ালা।

.