হতাশাজনক রিও অধ্যায়ের পর কী বললেন লিয়েন্ডার পেজ?

হতাশাজনক রিও অধ্যায়ের পরও অবসরের ভাবনা নেই লিয়েন্ডার পেজের মাথায়। চোট না পেলে টোকিওতে কেরিয়ারের অষ্টম অলিম্পিকেও খেলতে চান এই কিংবদন্তী। যদিও পেজের সপ্তম অলিম্পিকের স্থায়িত্ব  হল মাত্র বাহাত্তর ঘন্টা। কেরিয়ারের সপ্তম অলিম্পিকে পদক জেতার স্বপ্ন শেষ বেকবাগানের বাসিন্দার। নানা বিতর্ককে সঙ্গী করে রিও পৌছেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। অলিম্পিকের আসরে পৌছেও গেমস ভিলেজে লিয়েন্ডারের ঘর না পাওয়ায় জলঘোলা তৈরি হয়। এরই মধ্যে মাত্র একদিনের প্রস্তুতিতে অলিম্পিকের মতো মঞ্চে নেমেছিলেন লি ও বোপান্না। দুই তারকার মধ্যে এতটুকু বোঝাপড়া যে তৈরি হয়নি সেটা শনিবারের ম্যাচেই প্রমাণিত হয়। সারা বছরে লি ও বোপান্না অনুশীলন ও ম্যাচ খেলেছেন মাত্র চারদিন। তারওপর দুই তারকার মধুর সম্পর্ক বহুচর্চিত। তাই লিদের বিদায়ে খুব একটা অবাক নয় টেনিসমহল। অলিম্পিক থেকে ছিটকে যাওয়ায় হতাশা গোপন করেননি আঠেরোটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক। সমালোচকদের উদ্দেশ্যে লি জানান তিনি নরম মাটির মত। তাই অল্পতেই টার্গেট হয়ে যান। বারবার তাকে বিতর্কে জড়ানো হয়। একই সঙ্গে নাম না করে ভারতীয় বেশ কিছু খেলোয়াড়ের উদ্দেশ্যে লিয়েন্ডারের খোঁচা-

Updated By: Aug 7, 2016, 04:35 PM IST
 হতাশাজনক রিও অধ্যায়ের পর কী বললেন লিয়েন্ডার পেজ?

ওয়েব ডেস্ক: হতাশাজনক রিও অধ্যায়র পরও অবসরের ভাবনা নেই লিয়েন্ডার পেজের মাথায়। চোট না পেলে টোকিওতে কেরিয়ারের অষ্টম অলিম্পিকেও খেলতে চান এই কিংবদন্তী। যদিও পেজের সপ্তম অলিম্পিকের স্থায়িত্ব  হল মাত্র বাহাত্তর ঘন্টা। কেরিয়ারের সপ্তম অলিম্পিকে পদক জেতার স্বপ্ন শেষ বেকবাগানের বাসিন্দার। নানা বিতর্ককে সঙ্গী করে রিও পৌছেছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। অলিম্পিকের আসরে পৌছেও গেমস ভিলেজে লিয়েন্ডারের ঘর না পাওয়ায় জলঘোলা তৈরি হয়। এরই মধ্যে মাত্র একদিনের প্রস্তুতিতে অলিম্পিকের মতো মঞ্চে নেমেছিলেন লি ও বোপান্না। দুই তারকার মধ্যে এতটুকু বোঝাপড়া যে তৈরি হয়নি সেটা শনিবারের ম্যাচেই প্রমাণিত হয়। সারা বছরে লি ও বোপান্না অনুশীলন ও ম্যাচ খেলেছেন মাত্র চারদিন। তারওপর দুই তারকার মধুর সম্পর্ক বহুচর্চিত। তাই লিদের বিদায়ে খুব একটা অবাক নয় টেনিসমহল। অলিম্পিক থেকে ছিটকে যাওয়ায় হতাশা গোপন করেননি আঠেরোটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক। সমালোচকদের উদ্দেশ্যে লি জানান তিনি নরম মাটির মত। তাই অল্পতেই টার্গেট হয়ে যান। বারবার তাকে বিতর্কে জড়ানো হয়। একই সঙ্গে নাম না করে ভারতীয় বেশ কিছু খেলোয়াড়ের উদ্দেশ্যে লিয়েন্ডারের খোঁচা-

আরও পড়ুন অলিম্পিকের ইতিহাসে এই প্রথম মা এবং ছেলে প্রতিযোগী!

অনেকেই জানেন না একটা গ্র্যান্ডস্ল্যাম জিততে কি করতে হয়। অনেকেই বোঝেন না আঠেরোটি গ্ল্যান্ডস্ল্যাম জিততে কি করতে হয়। সাতটা অলিম্পিকে অংশ নেওয়ার জন্য কি করতে হয় সেটাও অনেকে জানেন না। কুড়ি বছর আগে আটলান্টা অলিম্পিকে সিঙ্গলস বিভাগে পদক জিতেছিলেন পেজ। কিন্তু দুদশক পর অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে চিরতরুণ লিয়েন্ডারকে।

আরও পড়ুন  রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের কাদের দিকে?

.