জার্মানির বিশ্বকাপ দলে রয়েছে চমক
জোয়াকিম লোয়ের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক।
নিজস্ব প্রতিবেদন : ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে এই মরশুমে দুরন্ত খেলেছেন লেরয় সানে। ম্যান সিটিকে ইপিএল চ্যাম্পিয়ন করার পথে নিজে গোল করেছিলেন ১৪টি ও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৭টি। এই পারফরম্যান্সের পরেও রাশিয়ার বিশ্বকাপ দলে জায়গা হল না ২২ বছর বয়সী এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারের। সদ্য চোট সারিয়ে ফিরলেও, জোয়াকিম লোয়ের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
আরও পড়ুন- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল স্পেন
গোটা মরশুম প্রায় মাঠের বাইরে। চোটের সঙ্গে লড়াই করেছেন। তাই বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন খোদ জার্মান কোচ জোয়াকিম লো। কিন্তু অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গোলের নিচে নয়্যার ইঙ্গিত দিয়েছিলেন যে রাশিয়ার বিমানে ওঠার জন্য তিনি প্রস্তুত। সেই ম্যাচে ৩২ বছর পর জার্মানি, অস্ট্রিয়ার কাছে হারলেও জার্মান কোচের বড় পাওনা ছিল বিশ্বকাপ জেতানো গোলরক্ষককে ফিরে পাওয়া। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে ২৩ সদস্যের চূড়ান্ত দলে জোয়াকিম লো যাঁদের দলে নিয়েছেন—
গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার, মার্ক আন্দ্রে টের স্টেগান, কেভিন ট্রাপ
রক্ষণভাগ : জেরোম বোয়েটাং, ম্যাটস হামেলস, নিকলাস সুলে, আন্টোনিও রুডিগার, ম্যাথিয়াস গিন্টার, জোনাস হেক্টর, জশুয়া কিমিচ, মারভিন প্লাটেনহার্ডট
মাঝমাঠ ও আক্রমণভাগ : টনি ক্রুস, স্যামি খেদিরা, ইলকাই গুন্দোগান, লিয়ন গোরেৎসকা, সেবাস্টিয়ান রুডি, মেসুট ওজিল, টমাস মুলার, জুলিয়ান ব্রান্ড, জুলিয়ান ড্র্যাক্সলার ও মার্কো রয়েস,মারিও গোমেজ, টিমো ওয়ার্নার
The final 23-man squad for the #WorldCup #DieMannschaft #ZSMMN pic.twitter.com/SOJa14wIOD
— Germany (@DFB_Team_EN) June 4, 2018