IPL 2021 আয়োজনের জন্য BCCI ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক, দায়ের হলো জনস্বার্থ মামলা

করোনা আবহে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই এবার ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক। 

Updated By: May 5, 2021, 02:34 PM IST
IPL 2021 আয়োজনের জন্য BCCI ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক, দায়ের হলো জনস্বার্থ মামলা

নিজস্ব প্রতিনিধি: করোনা (COVID-19) আবহে আইপিএল (IPL 2021) আয়োজনের জন্য বিসিসিআই (BCCI) এবার ১০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দিক। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী বন্দনা শাহ। মহামারী বিধ্বস্ত ভারতে যেখানে মানুষের মৃত্যুমিছিল চলছে, সেখানে বিসিসিআই কী করে "চোখ-কান বন্ধ করে" নিজেদের "অহঙ্কারী মানসিকতা" দেখিয়ে আইপিএল চালিয়ে গেল! এমনই প্রশ্ন তুলেছেন বন্দনা। তিনি বলছেন বোর্ডের অবিলম্বে সকলের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। বন্দনা তাঁর জনস্বার্থ মামলার নথিপত্রে সাফ উল্লেখ করে দিয়েছেন যে, শুধু ক্ষতিপূরণ বাবদই ১০০০ কোটি টাকা নয়, বিসিসিআই যেন আরও হাজার কোটি টাকা দেয় কোভিড আক্রান্ত মানুষদের অক্সিজেন এবং ওষুধের জন্য ব্যয় করার স্বার্থে।

আরও পড়ুন: IPL 2021: ভাইরাল ভিডিয়োতে বিতর্কের ঝড়, KKR কনভয়ের জন্য থামল অ্যাম্বুলেন্স! কী বলছে পুলিস?

কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং চেন্নাই সুপার কিংসের (CSK) অন্দরমহলে কোভিড হানা দেওয়ার পরেও বিসিসিআই টুর্নামেন্ট চালাতে চেয়েছিল। বিসিসিআই ভিন রাজ্য ঘুরে আইপিএল করার ভাবনা থেকে সরে এসে  মুম্বইতে বাকি আইপিএল ম্যাচ করার কথা ভেবেছিল। কিন্তু গত মঙ্গলবার যখন কলকাতা ও চেন্নাইয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্লেয়াররা করোনা আক্রান্ত হন, তখনই নড়ে চড়ে বসে বিসিসিআই। আর কোনও রকম ঝুঁকি না নিয়ে অবিলম্বে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয়। বন্ধনা তাঁর জনস্বার্থ মামলার নথিপত্রে আইপিএলের শুরুর সময় থেকে করোনা আক্রান্তের পরিংসখ্যান থেকে শুরু করে, কোন কোন প্লেয়ার আক্রান্ত হয়েছেন। এসবই তুলে ধরেন। পাশাপাশি জানিয়ে দেন যে, মুম্বইও আইপিএল আয়োজনের জন্য নিরাপদ নয়। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

.