Messi Vs Ronaldo: মুখেই শুধু শ্রদ্ধার বুলি, বাস্তবে কেউ কারোর ভালো চায়নি! ২০১০ থেকে যা চলছে...
Lionel Messi and Cristiano Ronaldo voted for in FIFA Best and Ballon d'Or awards since 2010: অষ্টমবারের জন্য় মেসি হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার। কিন্তু পরিসংখ্যান বলতে মেসি-রোনাল্ডো, কেউ কখনই একের জন্য় ভোট দেননি একে অপরকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর ডিসেম্বরে অষ্টমবার ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতেছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। এর আগে এতবার ব্যালন ডি'অর বিশ্বের আর কোনও ফুটবলার জেতেননি। নতুন বছরের শুরুতেই মেসি ফের বিশ্বরেকর্ড করলেন। অষ্টমবারের জন্য় তিনি জিতলেন ফিফা-র বর্ষসেরা ফিফা 'দ্য় বেস্ট' (FIFA The Best)। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১ সালের পর ২০২৩ সালে মেসি ব্যালন ডি'অর জেতেন। ব্যালন ডি'অর হোক বা ফিফা দ্য় বেস্ট, কোনওক্ষেত্রেই আর্লিং হাল্যান্ড বা কিলিয়ান এমবাপে কিছু করতে পারেননি।
আরও পড়ুন: Sumit Nagal | Australian Open 2024: মঙ্গলে মেলবোর্নে ইতিহাস, করে দেখালেন দিল্লির যুবক
ফিফা বর্ষসেরা পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সকেই বিবেচনায় রেখেছিল। ফিফার বর্ষসেরায় মেসি এবং হাল্যান্ড দু'জনেই পেয়েছেন একই সংখ্যক ভোট। ৪৮টি ভোট পেয়েও মেসি জিতে গিয়েছেন। কারণ জাতীয় দলের ক্যাপ্টেনদের বিচারে প্রথম পছন্দ ছিলেন মেসিই। ফিফার সেরা বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছেন জাতীয় দলের কোচেরা, অধিনায়ক, সাংবাদিক ও পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভক্তরা। সম্প্রতি এক পরিসংখ্যান সামনে এসেছে। যা বলছে মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মুখেই শুধু পারস্পরিক শ্রদ্ধার বুলি আওড়ান। বাস্তবে কেউ কারোর ভালো চায়নি। ২০১০ সাল থেকেই ব্যালন ডি'অর হোক বা দ্য় বেস্ট, কেউ কখনও কাউকে একে দেখেননি। অর্থাৎ এক নম্বরের জন্য় ভোট দেননি।
ব্যালন ডি'অর ও ফিফা 'দ্য় বেস্ট'-এ মেসি যাঁদের ভোট দিয়েছে
ব্য়ালন ডি'অর
২০১০: মেসি ভোট দেননি
২০১১: জাভি, ইনিয়েস্তা, আগুয়েরো
২০১২: ইনিয়েস্তা, জাভি, আগুয়েরো
২০১৩: ইনিয়েস্তা, জাভি, নেইমার
২০১৪: ডি মারিয়া, ইনিয়েস্তা, মাসচেরানো
২০১৫: সুয়ারেজ, নেইমার, ইনিয়েস্তা
ফিফা 'দ্য় বেস্ট'
২০১৬: সুয়ারেজ, নেইমার, ইনিয়েস্তা
২০১৭: সুয়ারেজ, ইনিয়েস্তা, নেইমার
২০১৮: মদরিচ, এমবাপে, রোনাল্ডো
২০১৯: মানেস রোনাল্ডো, ডি জং
২০২০: নেইমার, এমবাপে, লেওয়ানডস্কি
২০২১: নেইমার, এমবাপে, বেঞ্জেমা
২০২২: নেইমার, এমবাপে, বেঞ্জেমা
ব্যালন ডি'অর ও ফিফা 'দ্য় বেস্ট'-এ রোনাল্ডো যাঁদের ভোট দিয়েছে
ব্য়ালন ডি'অর
২০১০: জাভি, ক্য়াসিয়াস, স্নেইডার
২০১১: রোনাল্ডো ভোট দেননি
২০১২: রোনাল্ডো ভোট দেননি
২০১৩: ফ্যালকাও, বেল, ওজিল
২০১৪: ব়্যামোস, বেল, বেঞ্জেমা
২০১৫: বেঞ্জেমা, হামেস রডরিগেজ, বেল
ফিফা 'দ্য় বেস্ট'
২০১৬: বেল, মদরিচ, ব়্যামোস
২০১৭: মদরিচ, ব়্যামোস, মার্সেলো
২০১৮: ভারান, মদরিচ, গ্রিজম্য়ান
২০১৯: ডি লিট, ডে জং, এমবাপে
২০২০: লেওয়ানডস্কি, মেসি, এমবাপে
২০২১: লেওয়ানডস্কি, কান্তে, জর্জিনহো
২০২২: ভোট দেননি রোনাল্ডো
আরও পড়ুন: Mohun Bagan: 'কলকাতা আমার দ্বিতীয় বাড়ি'! শহরে চলে এলেন হাবাস, মঙ্গলে ভুবনেশ্বরে বাগান কোচ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)