Lionel Messi: মেসি কোথায় যাবেন? বার্সেলোনা নাকি আল হিলালে! আলোচনা তুঙ্গে

৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিসের ক্লাব পিএসজিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। দুই বছরে দুটি লিগ শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি মেসি। এরমধ্যে এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 6, 2023, 06:59 PM IST
Lionel Messi: মেসি কোথায় যাবেন? বার্সেলোনা নাকি আল হিলালে! আলোচনা তুঙ্গে
লিওনেল মেসি কি ফের বার্সেলোনায় ফিরবেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিওনেল মেসির (Lionel Messi) পরবর্তী গন্তব্য বার্সেলোনা নাকি আল হিলাল (Al Hilal FC), ফুটবল দুনিয়ায় এখন এটাই কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজোড়া ফুটবলপ্রেমীরা। একবার শোনা যায়, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মতো সৌদি আরবেই (Saudi Arabia)যাবেন। আবার শোনা যায়, 'এলএম টেন' (LM 10) ফের একবার তাঁর প্রিয় বার্সেলোনাতেই (Barcelona FC) ফিরবেন।

দলবদল নিয়ে মেসি এখনও পর্যন্ত চুপ করে আছেন। তাই মেসি কী চান, সেটা আন্দাজ করে নেওয়া ছাড়া উপায় কোথায়! তবে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি (George Messi) আর্জেন্টিনা অধিনায়কের মনের কথা জানিয়েছেন। তাঁর দাবি, মেসি বার্সায় ফিরতে চান।

শোনা যাচ্ছে আল হিলালের কর্তাদের নাকি মেসি আরও একবার অপেক্ষা করতে বলেছেন। তবে এক বছর পর সৌদি আরবে পা রাখলে মেসি তাঁর পছন্দের মূল্য পাবেন কিনা সেটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। 

আরও পড়ুন: Lionel Messi And Al Hilal: রোনাল্ডোর পর মেসিও সৌদি আরবে, প্যারিসে আল হিলাল-কর্তারা, চুক্তির ঘোষণা খুব দ্রুত!

আরও পড়ুন: Wrestlers Protest: যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণের বাড়িতে পুলিসের অভিযান, তারপর কী হল?

এরমধ্যে বার্সার সভাপতি জোয়ান লাপোর্তার (Joan Laporta) সঙ্গে নাকি মেসির বাবা কয়েক দিন আগে দেখা করেছিলেন। যদিও বার্সেলোনার সভাপতির সঙ্গে আলোচনার ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন জর্জ মেসি। তবে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, "মেসি বার্সায় ফিরতে চায়। আমি নিজেও সেটাই চায়। এখন দেখা যাক।" 

বার্সেলোনা দলবদলের বাজারে এখনও নামতে পারেনি। মেসিকে বার্সায় ফেরাতে বড় বাধা লা লিগার বেতনকাঠামো ও উয়েফার আর্থিক সংগতি নীতি। মেসিকে প্রস্তাব দেওয়ার আগেই বার্সেলোনার বেতন লা লিগার নির্ধারণ করে দেওয়া সীমা অতিক্রম করে গিয়েছে। 

তবে শোনা যাচ্ছে, বেতনসীমা নিয়ে বার্সার দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট লা লিগা। যে কারণে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। ঠিক কীভাবে আর্থিক সমস্যার সমাধান করেছে বার্সেলোনা আর মেসিকেই–বা কী ধরনের প্রস্তাব দেবে, সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি জোয়ান লাপোর্তা। এখন শেষ পর্যন্ত মেসি কোন ক্লাবের জার্সি গায়ে চাপান সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.