Lionel Messi: মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামি ম্যাচের টিকিটের দাম কত গুণ বাড়ল? জানতে পড়ুন
পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2021/09/24/347315-sabya.jpg?itok=QispSdU3)
![Lionel Messi: মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামি ম্যাচের টিকিটের দাম কত গুণ বাড়ল? জানতে পড়ুন Lionel Messi: মেসির এক ঘোষণায় ইন্টার মিয়ামি ম্যাচের টিকিটের দাম কত গুণ বাড়ল? জানতে পড়ুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/06/08/424393-8.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র একটা ঘোষণাতেই এতটা! লিওনেল মেসির (Lionel Messi) ওজন ভালোভাবেই টের পেল যুক্তরাষ্ট্রের (USA) ফুটবল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (Major League Soccer) দল ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার কথা জানিয়েছেন মেসি।
আর্জেন্টাইন তারকার এই এক ঘোষণাতেই মায়ামির হয়ে তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১৪০০ গুণ বেশি অর্থে। কয়েক সপ্তাহ ধরে চলা নানা গুঞ্জন আর জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মেসি গতকাল ঘোষণা দেন , ‘আমি ইন্টার মায়ামিতে যাচ্ছি।’ দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তবে মেসির সঙ্গে এখনও চুক্তি সম্পন্ন হয়নি মায়ামির।
পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই। অগাস্ট মাসে মায়ামির সব ম্যাচে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। এক-একটি টিকিট বিক্রি হচ্ছে ৩০০ ডলারে (ভারতীয় মুদ্রায় ২৪,৮০০ টাকা)। আগামী ২৬ অগাস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে খেলবে মায়ামি। সেই ম্যাচে কপালে চোখ তুলে দেওয়ার মতো দাম উঠেছে। মাঠের একেবারে ধারে বসে মেসির খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ২০০০ ডলার (১ লক্ষ ৬৫ হাজার টাকা)। সাধারণত সেই ম্যাচে টিকিটের দাম শুরু হয় ২০ ডলার (ভারতীয় মুদ্রায় ১৭০০ টাকা) থেকে।
— Reuters (@Reuters) June 8, 2023
আরও পড়ুন: Lionel Messi: কেন মিয়ামিতে মেসি? বেকহ্যামের ক্লাব থেকে কোন কোন বিশেষ সুবিধা পাবেন?
মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করার পর মেসি বলছিলেন, "আমি বার্সেলোনাতেই ফিরতে চেয়েছিলাম। ইউরোপের অন্য কোনও ক্লাবের হয়ে খেলব না বলেই ঠিক করেছি। বার্সাকে মিস করি অবশ্যই। পিএসজি-তে থাকার সময়ও মিস করেছি। কিন্তু এই মুহূর্তে বার্সা আমাকে সই করানোর মতো চূড়ান্ত পর্যায়ে নেই। হয়ত চেষ্টা করলেও আমাকে ফিরেও আসতে হত। এই রকম অনিশ্চিয়তার পরিস্থিতির জন্যই আমাকে সরে আসতে হল। হয়তো বোর্ডের কেউ কেউ আছেন যারা মনে করেন আমি ফিরে আসলে বেশ কিছু সমস্যায় পড়তে পারে ক্লাব। আমার প্রস্তাবটি ওদের সঙ্গে মৌখিক আলোচনা হলেও লিখিত আকারে বা পেশাদারিভাবে কোনও কিছুই চূড়ান্ত করেনি ওরা।"
মেসির নতুন ক্লাব মিয়ামিতে একসময় খেলে গিয়েছেন ডেভিড বেকহ্যাম (David Beckham)। তিনি এই ক্লাবের কিছুটা শেয়ারের মালিকও। শোনা যাচ্ছে, লিও মিয়ামিতে যোগ দিলে তাঁকেও ক্লাবের খানিকটা শেয়ার ছেড়ে দেবে মালিকপক্ষ। অর্থাৎ অবসর নেওয়ার পর মিয়ামির সহ-মালিক হয়ে যাবেন তিনি। সেই সঙ্গে মেসি যোগ দিলে অ্যাডিডাস এবং অ্যাপলের স্পনসরশিপ চুক্তিরও একটা অংশ যাবে তাঁর পকেটে। এর সঙ্গে মোট অঙ্কের বেতন তো আছেই। সুত্রের খবর প্রায় ১৫ কোটি মার্কিন ডলার বেতন পাবেন সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার।
নিজের নতুন ইনিংস নিয়ে মেসি ফের যোগ করেছেন, "বার্সেলোনায় ফিরতে পারলে ভালোই লাগবে। বার্সায় ফিরতেও চাই, কিন্তু অপরপক্ষে আরও একটি বিষয় ভাবি গতবার যেভাবে গতবার চোখের জলে বার্সাকে বিদায় জানাতে হয়েছে, সেই পরিস্থিতি আর চাই না। বরং নিজের পরিবার এবং পারিপার্শ্বিক সবকিছু ভেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছি তারপর থেকে। শুনেছি আমাকে নিতে গিয়ে ওঁরা বেশকিছু ফুটবলারকে ছেড়ে দেবে। অনেক ফুটবলারের পারিশ্রমিক কমার কথাও শুনেছি। এটা আমিও চাইনি। বার্সাতে থাকার সময় বেশকিছু অভিযোগ আমার ওপর এসেছে। যা সত্যি ছিল না। এই সব ঘটনার মধ্যে দিয়ে যেতে গিয়ে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোনও ঝগড়া করতে চাইনি। তাই প্যারিসে চলে এসেছিলাম। দীর্ঘদিন পরিবারের সঙ্গে হোটেলে কাটিয়েছি। এখান থেকেই আমার বাচ্চারা স্কুলে গিয়েছে প্রতিদিন। তারপর মনে হয়েছে এখন আর এবাবে বার্সায় না যাওয়াই শ্রেয়। পরিবারের কথা ভেবেছি।"
দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার মতো ইউরোপের বাইরে কোনও ক্লাবে খেলতে যাচ্ছেন মেসি। বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছিলেন। সেই সময় কাতালানদের হয়ে ৩৫টি ট্রফি জিতেছিলেন ।৩৫ বছর বয়সী মেসি বার্সেলোনাকে বিদায় জানিয়ে পিএসজি-তে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। দুই বছরে দুটি লিগ শিরোপা জিতলেও পিএসজির সবচেয়ে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি মেসি। এরমধ্যে এবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। তবে সেই সব ভুলে এবার ইন্টার মিয়ামিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।