EPL 2019-20: অ্যানফিল্ডে ইউনাইটেডকে হারাল লিভারপুল
রবের্তো ফিরমিনোর গোল VAR-এর সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি।
নিজস্ব প্রতিবেদন: ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডেতে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডকে হারাল লিভারপুল। ঘরের মাঠে রেড ডেভিলসদের ২-০ গোলে হারিয়ে ইপিএলে ১৬ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষেই থাকল য়ুর্গেন ক্লপের লিভারপুল।
Virgil van Dijk and Mohamed Salah ensure the 3 points belong to Liverpool#LIVMUN pic.twitter.com/T1lMP4MJy9
— Premier League (@premierleague) January 19, 2020
লিগের প্রথম লেগে ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে শেষ হয়েছিল। এবার অ্যানফিল্ডে শুরু থেকেই আধিপত্য দেখাতে শুরু করে লিভারপুল। ১৪ মিনিটে আলেকজান্ডার আর্নোল্ডের কর্নার থেকে হেডে গোল করেন ভার্জিল ভ্যান ডিক। ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ২৬ মিনিটে রবের্তো ফিরমিনোর গোল VAR-এর সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিভারপুল।
INCREDIBLE @Alissonbecker's brilliant assist, @MoSalah's superb goal... and THAT celebration pic.twitter.com/RHyu0ZwXsH
— Liverpool FC (@LFC) January 19, 2020
দ্বিতীয়ার্ধেও একই গতিতে আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে ক্লপের দল। শেষ ১০ মিনিটে কিন্তু লিভারপুল রক্ষণে একের পর এক আক্রমণ শানাতে থাকে রেড ডেভিলসরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমে মোহামেদ সালহার গোলে জয় নিশ্চিত করে নেয় লিভারপুল। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ২২ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে লিভারপুল। ২৩ ম্য়াচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দু নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে ১৬ পয়েন্ট বেশি ক্লপের দলের।
আরও পড়ুন - La Liga 2019-20: মেসির গোলে লিগ শীর্ষে বার্সেলোনা