আজ চেলসির বিরুদ্ধে সিটি পয়েন্ট নষ্ট করলেই EPL চ্যাম্পিয়ন লিভারপুল!
৩০ বছর পর লিগ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে য়ুর্গেন ক্লপের দল।
নিজস্ব প্রতিবেদন: অপ্রতিরোধ্য লিভারপুল। ইতিহাস থেকে আর মাত্র দু পয়েন্ট দূরে রেডসরা। ৩০ বছর পর লিগ খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে য়ুর্গেন ক্লপের দল। আজ রাতে চেলসির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি পয়েন্ট নষ্ট করলেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন মোহামেদ সালাহরা।
Liverpool move to within 2 points of the #PL title #LIVCRY pic.twitter.com/6p0tU2hm9e
— Premier League (@premierleague) June 24, 2020
চেলসির ঘরের মাঠে আজ রাতে নামছে পেপ গুয়ার্দিওয়ালার ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছে লিভারপুল। এখন শুধু খেতাব জয়ের জন্য প্রহর গোনা শুরু। বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নের মতোই খেলে লিভারপুল। দাপট দেখিয়ে লিগ খেতাব কার্যত হাতের মুঠোয় পুরে ফেলল।
@LFC have now scored 100+ goals in all competitions for a third consecutive season pic.twitter.com/ayqZDlcBZr
— Premier League (@premierleague) June 24, 2020
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন আলেকজান্ডার আর্নল্ড। ৪৪ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোলে ৩-০ করেন ব্রাজিলিয়ান ফাবিয়ানো। লিভারপুলের চতুর্থ গোলটি সাদিও মানের। টানা ৩ মরশুম সব প্রতিযোগিতা মিলিয়ে একশোর বেশি গোল করার নজির গড়ল ক্লপের লিভারপুল।
So close to the #PL #LIVCRY pic.twitter.com/jGdtKR1PFU
— Premier League (@premierleague) June 24, 2020
ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে জিতে ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ক্লপের দল। এক ম্যাচ কমে খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৬৩।
আরও পড়ুন- আইসিসি-র নতুন চেয়ারম্যান পদে এগিয়ে কে? কলিন না সৌরভ?