লকডাউনে আশ্চর্য উপায়ে সেরা ফুটবলারের বাড়িতে ট্রফি পাঠিয়ে দিল ক্লাব

করোনাভাইরাসের জন্য বর্তমানে বিশ্বজুড়ে খেলাধুলায় ফুলস্টপ পড়েছে। বাদ যায়নি রাশিয়াও।

Updated By: Apr 11, 2020, 01:50 PM IST
লকডাউনে আশ্চর্য উপায়ে সেরা ফুটবলারের বাড়িতে ট্রফি পাঠিয়ে দিল ক্লাব

নিজস্ব প্রতিবেদন— লোকভর্তি অডিটোরিয়াম। জাঁকজমকে ভরা রাত। কান ফাটানো হাততালির মধ্যে স্টেজে উঠে পুরস্কার হাতে তোলা। খেলাধুলার জগতে ক্রীড়াবিদদের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে এটাই হচ্ছে পরিচিত ছবি। কিন্তু সব ধ্যান-ধারণাই যেন পাল্টে দিচ্ছে নোভেল করোনাভাইরাস। সোশাল গ্যাদারিং এড়াতে পুরস্কার এখন প্রযুক্তির মাধ্যমে ক্রীড়বিদদের বাড়িতে পৌঁছে দিচ্ছে ক্লাব। এমন অনন্য ছবি দেখা গেল রাশিয়ায়। 

ক্লাবের স্ট্রাইকার ম্যালকমকে সেরা ফুটবলারের পুরস্কার বাড়িতে এসে দিয়ে গেল ড্রোন।করোনাভাইরাসের জন্য বর্তমানে বিশ্বজুড়ে খেলাধুলায় ফুলস্টপ পড়েছে। বাদ যায়নি রাশিয়াও। খেলা বন্ধ, কিন্তু তাতে কি? দায়িত্ব পালনে পিছিয়ে নেই রাশিয়ার ক্লাব জেনিট। তাই তো সেরা ফুটবলারের পুরস্কার ক্লাবের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকমের বাড়িতে পৌঁছে দিল ক্লাব। কারও হাত দিয়ে নয়, ড্রোনের মাধ্যমে। 
মার্চের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন প্রাক্তন বার্সেলোনার উইঙ্গার ম্যালকম। সেই পুরস্কার বাড়ির জানালা দিয়ে ঢুকে ম্যালকমের হাতে দিয়ে গেল একটি ড্রোন। টুইটারে পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। ম্যালকম জানিয়েছেন ক্লাবের ফোন পেয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ান তিনি। তখন দেখেন দ্রুত গতিতে তাঁর ফ্ল্যাটের জানালার দিকে এগিয়ে আসছে একটি ড্রোন। ফ্ল্যাটের মেঝেতে ড্রোন ল্যান্ড করতেই হতবাক ম্যালকম। 

আরও পড়ুন— করোনায় আক্রান্ত লিভারপুলের কিংবদন্তি ফুটবলার

সকাল-সকাল পুরস্কার হাতে পেয়ে তখন যেন বাঁধভাঙা উচ্ছ্বাস তাঁর মনে। পুরস্কারের জন্য ক্লাব এবং রাশিয়ার ফুটবলপ্রেমিদের ধন্যবাদ জানিয়েছেন ম্যালকম।একই সঙ্গে সবাইকে বাড়িতে থাকতে বলেছেন তিনি। গতবছর সবাইকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছেড়ে রাশিয়ার ক্লাব জেনিটে যোগ দেন ম্যালকম। করোনার জেরে খেলা বন্ধ হওয়ার আগে লিগের শেষ ম্যাচে উরালের বিরুদ্ধে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এখন পর্যন্ত ক্লাবের হয়ে পাঁচটি ম্যাচে একটা গোল করেছেন ম্যালকম।দুহাজার আঠেরো সালে বার্সেলোনার হয়ে চব্বিশটি ম্যাচে চারটি গোল করেছিলেন তিনি।

.