Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনি ছাড়া CSK অসম্পূর্ণ, জানিয়ে দিলেন N Srinivasan
মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে মরিয়া সিএসকে।
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও মহেন্দ্র সিং ধোনি (Mahedra Singh Dhoni) একে অপরের পরিপূরক। তাই চার বার আইপিএল (IPL) জয়ী অধিনায়ক সম্পর্কে এমন মন্তব্য করলেন সিএসকে-র সর্বেসর্বা এন শ্রীনিবাসন (N Srinivasan)। বিসিসিআই-এর প্রাক্তন সভাপতির বক্তব্যেই পরিষ্কার আগামী মরসুমেও ধোনির নেতৃত্বই খেলতে নামবে 'ড্যাডিস আর্মি'।
দেশে ফিরে আইপিএল ট্রফি নিয়ে তিরুপতি মন্দিরে পুজো দিতে এসেছিলেন শ্রীনিবাসন। সেখানে সাংবাদিকদের বলেন, "শুধু সিএসকে-এর নয়। ধোনি তো চেন্নাই ও সমগ্র তামিলনাড়ুর পরিপূরক। ধোনি ছাড়া যেমন সিএসকে সম্পূর্ণ নয়, ঠিক তেমনই সিএসকে ছাড়া ধোনিও অসম্পূর্ণ।"
আরও পড়ুন: Syed Mustaq Ali T20: কেন বাদ Anustup Majumdar? ব্যাখ্যা দিলেন মুখ্য নির্বাচক Subhomoy Das
আগামী বছর যে ধোনি আইপিএল খেলবেন সেটা আগেই নিশ্চিত করেছিলেন। তবে তাঁকে যে হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেখা যাবে সেই ব্যাপারটা স্পষ্ট করেননি 'ক্যাপ্টেন কুল'। ফাইনালের পর তিনি বলেছিলেন, "আমি আগেও বলেছি যে এটা বিসিসিআইয়ের উপর নির্ভর করছে। দুটি নতুন দল আসছে। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সবার আগে সিএসকে-র দল যাতে মজবুত হয় সেই দিকে নজর দিতে হবে। এমন কিছু ক্রিকেটারকে ধরে রাখতে হবে যারা আগামী ১০ বছর অবদান রাখতে পারবে।"
তবে এ দিন শ্রীনিবাসন জানিয়ে দিলেন আগামী কয়েক দিনের মধ্যেই কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তিনি যোগ করেছেন, "ধোনি ছাড়া আরও বেশ কয়েক জন ক্রিকেটারকে আমরা ধরে রাখব। সেটা আগামী কয়েক দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।"
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)