আফশোস যাচ্ছে না মনোজের

প্রথম চারটি ম্যাচে জায়গা পাননি প্রথম একাদশে। সুযোগ এসেছিল সিরিজের শেষ ম্যাচে। বাজিমাত করার সেরা সুযোগ। কারণ চেনা দর্শক। বহু চেনা বাইশ গজ।

Updated By: Oct 27, 2011, 04:05 PM IST

প্রথম চারটি ম্যাচে জায়গা পাননি প্রথম একাদশে। সুযোগ এসেছিল সিরিজের শেষ ম্যাচে। বাজিমাত করার সেরা সুযোগ। কারণ চেনা দর্শক। বহু চেনা বাইশ গজ। তবে নতুন চেনা প্রতিপক্ষ। পার্থিবের জায়গায় সুযোগ পাওয়া মনোজ তেওয়ারির দিকে তাকিয়ে ছিল ইডেন। কিন্তু একটা ভুল শটে ক্রিকেটের নন্দনকাননে তখন শুধুই হাহুতাশ। হোয়াইটওয়াশে হয়ত আলোর রোশনাইয়ে মিশে গিয়েছিল জয়ের মাতোয়ারা। কিন্তু বাংলার ক্রিকেটের আফশোস চাপা পড়েনি। আফশোস যাচ্ছেনা মনোজ তেওয়ারিরও। কেন এরকম হল? ড্রেসিংরুমে ফেরার পর বারবারই যেন এই প্রশ্নই ঘুরে ফিরে এসেছে মনোজের মনে। ম্যাচে ব্রেসনানের উইকেট মনোজের প্রথম আন্তর্জাতিক শিকার। ব্যাটে ব্যর্থ হলেও উইকেট যেন আলাদা পরিতৃপ্তি মনোজের কাছে। পাশপাশি ওয়াংখেড়েতে পিটারসনের দুরন্ত ক্যাচ নেওয়ার পর মনোজ এখন ভারতীয় দলে অন্যতম সেরা ফিল্ডার হিসেবেও বিবেচিত হচ্ছেন।
মনোজের লক্ষ্য জাতীয় দলে সব বিভাগে নিজেকে মেলে ধরা। টি-টোয়েন্টি থেকে শুরু করে একদিনের ম্যাচ।
বারবারই বড় রান করতে ব্যর্থ হয়েছেন মনোজ।এবার সেদিকেও নজর দিতে চান বাংলার মনোজ।

.