Manu Bhaker-Sarabjot Singh | Paris Olympics 2024: 'চক দে ইন্ডিয়া', বন্দুকবাজিতে ব্রোঞ্জ মনু-সরবজ্যোতের, চলে এল জোড়া পদক
Manu Bhaker And Sarabjot Singh Wins Bronze: প্যারিস অলিম্পিক্সের চতুর্থ দিনে চলে এল জোড়া পদক। বন্দুকবাজিতে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের ও সরবজ্যোত সিং
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) চতুর্থ দিনে চলে এল ভারতের জোড়া পদক। সৌজন্য়ে শ্যুটার মনু ভাকের ও সরবজ্যোত সিং (Manu Bhaker And Sarabjot Singh)। মঙ্গল দুপুরে ফ্রান্সের জাতীয় শ্যুটিং অ্যাকাডেমিতে ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু-সরবজ্যোত। কোরিয়ার ওহ ইয়ে জিন ও লি ওনহোকে হারিয়ে দিলেন তাঁরা। ভারত ১৬-১০ কোরিয়াকে হারিয়ে প্যারিসে ওড়াল তেরঙা। গতকাল মনু-সরবজ্যোত যোগ্য়তা অর্জন রাউন্ডে তৃতীয় স্থানে শেষ করে মোট ৫৮০ পয়েন্ট পেয়েছিলেন। আর তারপর থেকেই ভারত পদকের স্বপ্ন দেখতে শুরু করে। এদিন দুরন্ত পারফর্ম করে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন মনু-সরবজ্যোতরা।
আরও পড়ুন: বন্দুকবাজির আগে ভায়োলিন, গীতার শ্লোকেই আগুন, অর্জুনে মগ্ন মনুর কুরুক্ষেত্রে কৃষ্ণ!
প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) দ্বিতীয় দিনেই চলে এসেছিল ভারতের প্রথম পদক। হরিয়ানার মেয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে দেশবাসীকে গর্বিত করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয়ের ইতিহাস লিখেছিলেন তিনি। এদনি মনু আরও এক ইতিহাস লিখলেন। প্রথম ভারতীয় হিসেবে এক অলিম্পিক্সে জোড়া পদক পেলেন তিনি। পিভি সিন্ধুর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে জোড়া অলিম্পিক্স পদক পেলেন।
এদিন শুরুতে ভারত পিছিয়ে পড়ে দুরন্ত কামব্য়াক করে। প্রথম শটে এগিয়ে গিয়েছিল কোরিয়া। সরবজ্যোৎ ৮.৬ মেরেছিলেন, মনু মেরেছিলেন ১০.২। দ্বিতীয় শটে ভারত ফিরে আসে। মনু ১০.৭ মারেন, সরবজ্যোতের হাত থেকে আসে ১০.৫। তৃতীয় শটেও লিড ধরে রাখে ভারত। মনু-সরবজ্যোৎ এবার মারলেন ১০.৪ করে। চতুর্থ শটের পরেই ভারত ৬-২ এগিয়ে গিয়েছিল। মনু মেরেছিলেন ১০.৭, সরবজ্যোৎ মারেন ১০। পঞ্চম শটেও ভারত লিড ধরে এগিয়ে গিয়েছি ৮-২-তে। মনু মেরেছিলেন ১০.৫। সরবজ্যোৎ মেরেছিলেন ৯.৬। টাইমআউট চেয়ে কোরিয়া স্ট্র্য়াটেজি ঠিক করে ষষ্ঠ শটে লিড নিয়ে ফেলে। মনু মেরেছিলেন ১০, সরবজ্যোৎ মারেন ১০.২। ৮-৪ এগিয়ে থাকার নেয় টাইমআউট। সপ্তম শটে ভারত লিড নিয়ে ফেলে। মনুর ১০.৬ ও সরবজ্যোতের ৯.৪-এর সুবাদে। ভারত এরপর এগিয়ে যায় ১০-৪ -এ।
সরবজ্যোৎ যখন নিজের সেরাটা দিতে পারেননি। তখন মনু প্রকৃত টিমমেট হয়ে ওঠেন। আবর মনু যখন অষ্টম শটে নিজের সেরাটা দিতে পারেননি তখন সরবজ্যোৎ প্রকৃত টিমমেটের পরিচয় দেন। মনু ৮.৩ মারেন, সরবজ্যোৎ ১০.২। কোরিয়া এরপর ব্যবধান কমিয়ে করে ফেলেন ১০-৬। নবম শটের পর ভারত লিড হয়ে যায় ১২-৬। মনু মেরেছিলেন ১০, সরবজ্যোৎ ১০.৫। দশম শটের পরই ভারত ১৪-৬ এগিয়ে বুঝিয়ে দেয় যে পদক আসছেই। মনু এরপর মারেন ১০.৫, সরবজ্যোৎ মারেন ১০.৩। ১১ নম্বর শটে আবার জেতে কোরিয়া। ১০-এর নীচে মারেন মনু-সরবমনু মারেন জ্যোৎ। মনুর ৯.৬, সরবজ্যোতের ৯.৭। ১২ নম্বর শট জিতে নেয় কোরিয়া। ভারতের ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল। কারণ লিড কমে হয়েছিল ১৪-১০। মনু এরপর মারেন ৮.৩, সরবজ্যোৎ মারেন ১০.২। যদিও ১৩ নম্বর শটেই পদক নিশ্চিত করে ফেলেন মনুরা। মনু মারেন ৯.৪, সরবজ্যোৎ ১০.২। যার ফলে ভারতকে আর রোখা যায়নি।
আরও পড়ুন: 'অহংয়ের রানির...'! হতশ্রী হরমনপ্রীতকে পিষছে নেটপাড়া, কেন কাঠগড়ায় ক্যাপ্টেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)