কনফেড চ্যাম্পিয়ন ব্রাজিলকে কটাক্ষ মারাদোনার

ব্রাজিলের কনফেডারেশন কাপ জয়কে কটাক্ষ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা। বিশ্বফুটবলে লাতিন আমেরিকার দুই দেশের চিরশত্রুতা সবার জানা। তারই রেশ টেনে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নেইমারদের দুরন্ত জয়কে বিদ্রুপ করতে ছাড়লেন না কিংবদন্তি এই ফুটবলার।

Updated By: Jul 2, 2013, 04:08 PM IST

ব্রাজিলের কনফেডারেশন কাপ জয়কে কটাক্ষ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা। বিশ্বফুটবলে লাতিন আমেরিকার দুই দেশের চিরশত্রুতা সবার জানা। তারই রেশ টেনে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নেইমারদের দুরন্ত জয়কে বিদ্রুপ করতে ছাড়লেন না কিংবদন্তি এই ফুটবলার।
সোমবার ভোরের অবিশ্বাস্য ফাইনালের ফুটবলবিশ্ব যখন সাম্বার প্রত্যাবর্তনে বুঁদ, তখন ইন্দোনেশিয়ায় গিয়ে মারাদোনা বলেন, "নিরপেক্ষ মাঠে খেলা হলে ব্রাজিল কোনওভাবেই স্পেনকে হারাতে পারত না।"
প্রসঙ্গত, উনত্রিশ ম্যাচ সাম্বা ম্যাজিকের কাছে আটকে গেছে স্প্যানিশ আর্মাডার সোনার দৌড়।
মারাদোনা বলছেন, গোটা কনফেড কাপে দুরন্ত খেলেছেন জ্যাভি,ইনিয়েস্তারা। কিন্তু স্পেনের দুর্ভাগ্য যে টুর্নামেন্ট ব্রাজিলে হয়েছে। বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের পেছনে ফেলে দিয়ে কনফেড কাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নেইমার। ব্রাজিলের নয়া সেনসেশনের পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল দুনিয়া। তবে মারাদোনা বলছেন,মেসিই সেরা।
নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকেও অনেক ভাল ফুটবলার আর্জেন্টিনীয় অধিনায়ক লিও মেসি। ব্রাজিল কনফেড কাপ চ্যাম্পিয়ন হলেও,পরের বছরের বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন বিশ্বফুটবলের সেরা তারকা। মারাদোনার আগাম ধারণা ব্রাজিলে বাজিমাত করবে লাতিন আমেরিকার কোনও দেশ। সবাই টেক্কা দিয়ে হাত তুলবেন মেসিই।

Tags:
.