প্রিয় ঘাসের কোর্টে বিদায় শারাপোভার, শত্রু সেই চোট
ঘাসের কোর্টে নক্ষত্র পতন অব্যাহত। সোমবার নাদালের পর এবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন গ্রাস কোর্টের রানি মারিয়া শারাপোভা। কোয়ালিফায়ার মাইকেল লার্কার দে ব্রিটোর কাছে স্ট্রেট সেটে হেরে এবারের উইম্বলডনকে বিদায় জানালেন ফরাসি ওপেন ফাইনালিস্ট মাশা।
ঘাসের কোর্টে নক্ষত্র পতন অব্যাহত। সোমবার নাদালের পর এবার দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন গ্রাস কোর্টের রানি মারিয়া শারাপোভা। কোয়ালিফায়ার মাইকেল লার্কার দে ব্রিটোর কাছে স্ট্রেট সেটে হেরে এবারের উইম্বলডনকে বিদায় জানালেন ফরাসি ওপেন ফাইনালিস্ট মাশা। খেলার ফল ৬-৩, ৬-৪। সেইসঙ্গেই চোটের নতুন রেকর্ড গড়ল উইম্বলডন কোর্ট।
বুধবার একইদিনে চোটের কারণে খেলতে পারলেন না ৯ জন খেলোয়াড়। এমনকী, শারাপোভার এ দিনের হারের পিছনেও কাঁটা হয়ে দাঁড়াল সেই চোটই। প্রথম সেটের পর কাঁধে চোট পান মারিয়া। তারপর আর খেলায় ফিরতে পারেননি তিনি। নাদালের হারের পিছনেও বড়সড় ভূমিকা ছিল চোটের। বছরের পরপর দুটো গ্র্যান্ড স্লামে তারকাদের ক্রমাগত চোটের কারণে স্বভাবতই প্রশ্ন তুলেছে। শুরু হয়েছে বিতর্ক।
অন্যদিকে এ দিন প্রথম পাঁচে থাকা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই প্রথম জয় পেলেন বিশ্বের ১৩১ নম্বর ব্রিটো। ২০০৯ সালের পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন তিনি। অল ইংল্যান্ড ক্লাবের দু'নম্বর কোর্টে হেভিওয়েট প্রতিপক্ষকে উড়িয়ে দিতে মাত্র ৩৪ মিনিট সময় নেন ব্রিটো। নয় বছর আগে ঘাসের কোর্টেই সেরেনা উইলিয়ামসকে হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন শারাপোভা।