ম্যাককুলামের রেকর্ড ভেঙে টি-টোয়েন্টির বাদশা গুপ্তিল
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গুপ্তিল। শুক্রবার ইডেন পার্কে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ বলে ১০৫ রান করার পর প্রাক্তন সতীর্থ ব্র্যান্ডন ম্যাককুলামের রেকর্ড ভেঙে দেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গুপ্তিল। শুক্রবার ইডেন পার্কে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ বলে ১০৫ রান করার পর প্রাক্তন সতীর্থ ব্র্যান্ডন ম্যাককুলামের রেকর্ড ভেঙে দেন তিনি।
দেখুন গ্যালারি- অবিশ্বাস্য যে ১০ রেকর্ডের মালিক বিরাট কোহলি
এতদিন টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক ছিলেন নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ম্যাককুলাম (২১৪০ রান)। আজ ম্যাককুলামের রেকর্ড ভেঙে মাইলস্টোন গড়লেন গুপ্তিল। নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের মোট রান এখন ২১৮৮। গুপ্তিলকে এখন তাড়া করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির সংগ্রহীত রান ১৯৫৬।
আরও পড়ুন- ২০১৯ বিশ্বকাপ খেলবই: রায়না
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়