প্রকাশিত হল মেহতাব হোসেনের আত্মজীবনী 'মিডফিল্ড জেনারেল'

পরবর্তী সময়ে কোচিংয়ে আসতে চান প্রাক্তন তারকা এই মিডফিল্ডার।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 27, 2020, 07:59 PM IST
প্রকাশিত হল মেহতাব হোসেনের আত্মজীবনী 'মিডফিল্ড জেনারেল'

নিজস্ব প্রতিবেদন :  খেলা ছাড়ার একবছরের মধ্যেই সামনে আসতে চলেছে মেহতাব হোসেনের আত্মজীবনী। সোমবার প্রকাশিত হল দুই প্রধানের হয়ে দাপিয়ে খেলা মেহতাবের আত্মজীবনী-'মিডফিল্ড জেনারেল'।

দুই প্রধানের হয়ে দাপিয়ে খেললেও আই লিগ জেতা হয়নি মেহতাবের। জাতীয় দলের হয়েও বেশিদিন খেলতে পারেননি। খেলা ছাড়ার পরও সেই আক্ষেপ এখনও তাড়া করছে প্রাক্তন মিডফিল্ড জেনারেলকে। পরবর্তী সময়ে কোচিংয়ে আসতে চান প্রাক্তন তারকা এই মিডফিল্ডার।

প্রাক্তন ফুটবলারের বই প্রকাশ অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ফেডারেশন সহ-সভাপতি সুব্রত দত্ত, IFA সচিব জয়দীপ মুখার্জী। উপস্থিত ছিলেন বাগান অর্থসচিব দেবাশিস দত্ত আর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। একদা সতীর্থ আলভিটো ডিকুনহা, অর্ণব মণ্ডলরাও হাজির ছিলেন মেহতাবের বই প্রকাশ অনুষ্ঠানে। এবারের বইমেলাতে পাওয়া যাবে মেহতাব হোসেনের আত্মজীবনী--'মিডফিল্ড জেনারেল'।

আরও পড়ুন - IPL 2020: কোথায় হবে আইপিএল ফাইনাল, জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট

.