মেসি বিড়ি! সোশ্যাল মিডিয়ায় এখন জোর চর্চায়

এরপরই ভারতে বিক্রি বেড়েছে মেসি বিড়ির!

Updated By: Jul 14, 2021, 05:31 PM IST
মেসি বিড়ি! সোশ্যাল মিডিয়ায় এখন জোর চর্চায়

নিজস্ব প্রতিবেদন: মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে (Copa America 2021) ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে 'সাউথ আমেরিকান ক্লাসিকো' জিতে নেয় লা আলবিসেলেস্তে। এরপরই ভারতে বিক্রি বাড়ে মেসি বিড়ির এমনটাই দাবি টুইটারে একাংশের। ভাইরাল হয়ে যায়, সেই মেসি বিড়ির ছবি। 

কেউ কেউ মজা করে বলেছেন, "জেতার পর ভারতে প্রথম বিনিয়োগ"। কারর মতে ,"ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ান হয় মেসি-র আর্জেন্টিনা। তারপরই অনুমোদন পেয়েছে এই ব্র্যান্ডের বিড়ি"। অনেকেই জানাচ্ছেন, "আসলে  মেসির জয়ের সুখে সুখটান দিতে চায় বিড়ি প্রেমীদের একাংশ"।

বেশ কিছু সমর্থক জানিয়েছেন, ভোর ভোর ঘুম থেকে উঠে খেলা দেখার সময় এই মেসি বিড়িই নাকি তাঁদের জেগে থাকার শক্তি জুগিয়েছে। 

নেটিজেনদের কাছে এখন চর্চার বিষয় হয়ে উঠেছে মেসি বিড়ি। তবে সম্পূর্ণটাই মজার ছলে। 

Tags:
.