Ruturaj Gaikwad, MI vs CSK: অনন্য রেকর্ডের সামনে রুতুরাজ, টপকে যেতে পারেন সচিনকে
রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সামনে সোনালি সুযোগ!
নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো'। মুখোমুখি ক্রোড়পতি লিগের দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। আর এই ম্যাচে অনন্য় আইপিএল রেকর্ডের সামনে দাঁড়িয়ে সিএসকে-র ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।
গত মরশুমের অরেঞ্জ ক্যাপধারী রুতুরাজ চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই। শেষ হাফ ডজন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০৮ রান (সর্বোচ্চ ৭৩)। রুতুরাজ এখনও পর্যন্ত আইপিএলে ২৮ ইনিংসে করেছেন ৯৪৭ রান। এদিন মুম্বইয়ের বিরুদ্ধে তিনি যদি আর ৫৩ রান করতে পারেন, তাহলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে দ্রুততম ১০০০ রান করার নজির গড়বেন পুণের বছর পঁচিশের ব্যাটার। তিনি টপকে যাবেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)
আইপিএলে ইনিংসের বিচারে দ্রুততম ১০০০ রান করেছেন যাঁরা:
সচিন তেন্ডুলকর-৩১ ইনিংস
সুরেশ রায়না- ৩৪ ইনিংস
দেবদত্ত পাড়িক্কল-৩৫ ইনিংস
রোহিত শর্মা- ৩৭ ইনিংস
গত মরশুমে চেন্নাইকে চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন রুতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করে জিতেছিলেন অরেঞ্জ ক্যাপ। গড় ৪৫.৩৫। স্ট্রাইকরেট ১৩৬.২৬। সঙ্গে রয়েছে ৪টি অর্ধ শতরান ও ১টি শতরান। চেন্নাই এই মরশুমে নিলামের আগে রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি) ও গায়কোয়াড়কে (৬ কোটি) ধরে রেখেছিল।
আরও পড়ুন: Umran Malik, IPL 2022: Kapil Dev-এর কাছ থেকে কোন টিপস পেলেন 'শ্রীনগর এক্সপ্রেস'? জানতে পড়ুন
আরও পড়ুন: Chennai Super Kings: ছিটকে গিয়েছেন তারকা পেসার! সিএসকে তুলে নিল 'জুনিয়র মালিঙ্গা'কে!