Chennai Super Kings: ছিটকে গিয়েছেন তারকা পেসার! সিএসকে তুলে নিল 'জুনিয়র মালিঙ্গা'কে!

লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্য মথিশা পথিরানাকে (Matheesha Pathirana) অনেকে 'জুনিয়র মালিঙ্গা' বলছেন।

Updated By: Apr 21, 2022, 03:55 PM IST
Chennai Super Kings: ছিটকে গিয়েছেন তারকা পেসার! সিএসকে তুলে নিল 'জুনিয়র মালিঙ্গা'কে!

নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার তরুণ জোরে বোলার মথিশা পথিরানাকে (Matheesha Pathirana) সই করাল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে (Adam Milne) ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তেই চেন্নাই ১৯ বছরের বোলারকে দলে নিল। 

মিলনে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন। তারপর থেকে আর কোনও ম্যাচে খেলতে পারেননি তিনি। পথিরানা চলতি বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে নজর কেড়েছিলেন তাঁর পারফরম্যান্সে। ৪ ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছিলেন ৭ উইকেট। পথিরানার  গড় ছিল ২৭.২৮। পথিরানার বোলিং ডেলিভারি অনেকটা দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গার (Lasith Malinga) মতো। সেজন্য বাইশ গজে অনেকেই তাঁকে 'জুনিয়র মালিঙ্গা' নামে ডাকছেন । 

আর কয়েক ঘণ্টা পর নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলতি আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো'। মুখোমুখি ক্রোড়পতি লিগের দুই হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। এখন দেখার এই ম্যাচে চেন্নাই ২০ লক্ষ টাকায় কেনা পথিরানাকে পায় কিনা!

আরও পড়ুন: Mumbai Indians vs Chennai Super Kings: জানুন হেড-টু-হেড পরিসংখ্যান, রান-উইকেটে শীর্ষে কে?

আরও পড়ুনRobin Uthappa, MI vs CSK: 'এল ক্লাসিকো'তে একাধিক মাইলস্টোনের সামনে উথাপ্পা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.