MI vs CSK: Mukesh Choudhary-র ইয়র্কারে মাটিতে গড়াগড়ি খেলেন Ishan Kishan!-Watch
ঈশান কিশান (Ishan Kishan) দাঁড়িয়ে থাকতে পারলেন না ক্রিজে! এমনই ছিল মুকেশ চৌধুরির (Mukesh Choudhary) ডেলিভারি।
নিজস্ব প্রতিবেদন: নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চলছে আইপিএলের (IPL 2022) প্রথম 'এল ক্লাসিকো'। মুখোমুখি যুযুধান দুই পক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings)। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে চেন্নাই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা (Rohit Sharma) ও ঈশান কিশান (Ishan Kishan)। শুরুতেই মুম্বইকে বিরাট ধাক্কা দেন চেন্নাইয়ের বাঁ-হাতি জোরে বোলার মুকেশ চৌধুরি (Mukesh Choudhary)। প্রথম ওভারেই তিনি ডাগআউটে পাঠিয়ে দেন রোহিত-ঈশানকে।
(@indraje54553580) April 21, 2022
রাজস্থানের বছর পঁচিশের বোলার দ্বিতীয় বলে রোহিতকে ফেরান। আর পঞ্চম বলে তুলে নেন ঈশানের উইকেট। মুম্বইয়ের ১৫.২৫ কোটির ক্রিকেটার মুকেশের 'ট্রোক্রাশিং ইয়র্কার'-এ শুধুই উইকেট দিয়ে আসেননি। ক্রিজে গড়াগড়ি খেয়েছেন ঈশান। দেখতে গেলে ঈশান তাঁর ভুল থেকে কোনও শিক্ষাই নেননি। মুম্বইয়ের নেট প্র্য়াকটিসে তিনি অর্জুন তেন্ডুলকরের ইয়র্কারেও এভাবে উইকেট দিয়েছিলেন।
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: ফের ব্যর্থ হয়ে কোন লজ্জার নজির গড়লেন 'হিটম্যান'? জানতে পড়ুন
আরও পড়ুন:Arjun Tendulkar: অর্জুনের লক্ষ্যভেদ! নিখুঁত ইয়র্কার, ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট