যেমনটা ভাবা হয়েছিল, সেভাবেই টেস্ট আজই জিততে চলেছে ভারত

অঘটন তেমন কিছু না ঘটলে আজই মোহালিতে টেস্ট জিতে ফেলছে বিরাট কোহলির ভারত। এমনটা হওয়ার আভাস পাওয়া গিয়েছিল সোমবারই। মঙ্গলবারও সকাল থেকে খেলা এগোচ্ছে তেমনভাবেই, যেমনটা ভাবা হয়েছিল। তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৪ উইকেটে ৭৮। এই অবস্থায় খেলতে নেমে চতূর্থদিনের লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ৭ উইকেটে ১৫৬। আপাতত ইংরেজরা এগিয়ে রয়েছে মাত্র ২২ রানে। হাতে রয়েছে তিনটি মাত্র উইকেট।

Updated By: Nov 29, 2016, 11:46 AM IST
  যেমনটা ভাবা হয়েছিল, সেভাবেই টেস্ট আজই জিততে চলেছে ভারত

ওয়েব ডেস্ক: অঘটন তেমন কিছু না ঘটলে আজই মোহালিতে টেস্ট জিতে ফেলছে বিরাট কোহলির ভারত। এমনটা হওয়ার আভাস পাওয়া গিয়েছিল সোমবারই। মঙ্গলবারও সকাল থেকে খেলা এগোচ্ছে তেমনভাবেই, যেমনটা ভাবা হয়েছিল। তৃতীয়দিনের শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের রান ছিল ৪ উইকেটে ৭৮। এই অবস্থায় খেলতে নেমে চতূর্থদিনের লাঞ্চের সময় ইংল্যান্ডের রান ৭ উইকেটে ১৫৬। আপাতত ইংরেজরা এগিয়ে রয়েছে মাত্র ২২ রানে। হাতে রয়েছে তিনটি মাত্র উইকেট।

আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

এদিন শুরুতেই জাদেজা আউট করেন নাইট ওয়াচম্যান বাটিকে। এরপর একে একে আউট হয়ে ফিরে যান বাটলার এবং জো রুট। বাটলারের অবদান ১৮ রান। আর জো রুট সেই ওপেন করতে নেমে খেললেন ৭৮ রানের ইনিংস। আপাতত ক্রিজে রয়েছেন হামিদ (অপরাজিত ১৩) এবং ওকস (অপরাজিত ১)। এখন দেখার লাঞ্চের পর কত তাড়াতাড়ি ইংরেজদের দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে পারেন ভারতের বোলাররা।

আরও পড়ুন  জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?

 

.