Mohammad Azharuddin- Umran Malik: উমরানকে নিয়ে বড় মন্তব্য করে দিলেন আজহারউদ্দিন

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান। 'শ্রীনগর এক্সপ্রেস'-এর (Srinagar Express) আগুনে পেস (ঘণ্টায় ১৫০ কিমি) ও লাইন লেন্থে মোহিত হয়েছে বাইশ গজ।

Updated By: May 23, 2022, 09:31 PM IST
 Mohammad Azharuddin- Umran Malik: উমরানকে নিয়ে বড় মন্তব্য করে দিলেন আজহারউদ্দিন
উমরানকে নিয়ে বড় মন্তব্য় করে দিলেন আজহারউদ্দিন

নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে তিন বছর পর প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। 

ডাক পেয়েছেন পেসার উমরান মালিক (Umran Malik) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি মাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত। দেশের প্রাক্তন অধিনায়ক ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) মনে করছেন যে, উমরান টেস্ট দলে সুযোগ পাওয়ার যোগ্য়। সোমবার টুইটারে আজহারউদ্দিন বলেন, "উমরান মালিক টেস্ট দলে থাকার যোগ্য। ওর ওয়ার্কলোড ম্যানেজ করা কঠিন হবে। সেটা করতে না পারলে ওর চোট আঘাতের প্রবণতা বাড়বে। আশা করি ওর মতো একজন এক্সপ্রেস ফাস্ট বোলার এই সমর্থন পাবে।"

সানরাইজার্স হায়দরাবাদের (SRH) জার্সিতে আইপিএলে (IPL 2022) প্রতি ম্য়াচেই চমকে দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) তরুণ পেসার উমরান। 'শ্রীনগর এক্সপ্রেস'-এর (Srinagar Express) আগুনে পেস (ঘণ্টায় ১৫০ কিমি) ও লাইন লেন্থে মোহিত হয়েছে বাইশ গজ। সুনীল গাভাসকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রায় সকলেই একথা মেনে নিয়েছিলেন যে, উমরানকে দ্রুতই দেখা যাবে ভারতীয় দলের জার্সিতে। উমরানের ডাক পাওয়া ছিল কার্যত সময়ের অপেক্ষা। আইপিএলে ১৪ ম্যাচে ২২ উইকেট পাওয়া উমরানের ইকনমি রেট ছিল ৯.০৩।

আরও পড়ুন: Mohammed Shami-Jos Buttler: ইডেনে বাটলার ঝড় থামাতে কী পরিকল্পনা শামির?

আরও পড়ুনVenkatesh Iyer-Hardik Pandya: হার্দিকের সঙ্গে তুলনা; সোজা ব্যাটে খেললেন ভেঙ্কটেশ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.