Kibu Vicuna | Mohammedan SC: অল্প দিনেই মোহভঙ্গ, কিবুকে ছেঁটে ফেলল মহামেডান! দায়িত্বে এবার কে?

Mohammedan Sporting Club have mutually parted ways with Head Coach Kibu Vicuna: মহামেডানের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ হয়ে গেল কিবু ভিকুনার। অল্পদিনেই ভাঙল মোহ। সাদা-কালোর নতুন পরিচালনসমিতি ছেঁটে ফেলল কিবুকে। সাদা-কালো ব্রিগেড বেছে নিল নতুন কোচ।       

Updated By: Feb 21, 2023, 09:17 PM IST
 Kibu Vicuna | Mohammedan SC: অল্প দিনেই মোহভঙ্গ, কিবুকে ছেঁটে ফেলল মহামেডান! দায়িত্বে এবার কে?
শেষ হয়ে গেল ভিকুনার অধ্যায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগানের (Mohun Bagan AC) আই-লিগ (I-League) জয়ী কোচকে অনেক ঘটা করে ক্লাবে নিয়ে এসেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। তবে অল্প দিনেই সাদা-কালো শিবিরের মোহভঙ্গ হল স্প্যানিশ কোচের ওপর। চলতি আই-লিগের (I-League 2022-23) ১২ দলীয় লড়াইয়ে রেড রোডের ধারের ক্লাব ৯ নম্বরে। ১৮ ম্যাচের মধ্যে কিবুর শিষ্যরা মাত্র পাঁচ ম্য়াচ জিতেছে, আট ম্যাচ হেরেছে ও পাঁচ ম্যাচে ড্র করেছে। এহেন পারফরম্যান্সের পর কিবুকে আর ধরে রাখা ঠিক মনে করল না 'ব্ল্যাক প্য়ান্থার্স'। মঙ্গলবার অর্থাৎ আজ সকালেই কিবুকে জানিয়ে দেওয়া হয় যে, তাঁর প্রয়োজন ফুরিয়েছে। চব্বিশ ঘণ্টাও হয়নি মহামেডানে নতুন পরিচালনসমিতি দায়িত্ব নিয়েছে। নতুনরা এসেই কিবুকে সরিয়ে দিলেন। এদিন সন্ধ্যায় কিবু ও ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় গোল্ডেন হ্যান্ডশেক করে নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। 

কিবুর জুতোয় পা গলিয়েছেন ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন কাশ্মিরী ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। ৩৯ বছরের শ্রীনগরের বাসিন্দার সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। মহামেডানের আই-লিগে বাকি রয়েছে আর চারটি ম্য়াচ। আর এই প্রতিটি ম্য়াচেই জিততে হবে তাদের। তবেই সোনালী আলোর দেখা মিলবে। আগামী ২৪ ফেব্রুয়ারি শ্রীনিদি ডেকান এফসি-র বিরুদ্ধে নামবে মহামেডান। যারা লিগ তালিকায় ফার্স্ট বয়। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে খেতাব জয়ের অন্যতম দাবিদার হায়দরাবাদের এই ক্লাব। ফলে মেহরাজউদ্দিনের জন্য় চ্যালেঞ্জ কঠিন হবে। মহামেডানের ফুটবল সচিব ও টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস তিন প্রধানেই খেলেছেন মেহেরাজউদ্দিনের সঙ্গে। প্রাক্তন সতীর্থর সঙ্গেই ফের এক দলে অন্য ভূমিকায় দীপেন্দু। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে টেলিফোনে দীপেন্দু সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, 'মেহরাজউদ্দিন খুব ভালো করে বুঝবে আমাদের ক্লাবের জায়গাটা। দেখুন আই-লিগে আমাদের বাকি চার ম্যাচের মধ্যে চার ম্য়াচই জিততে হবে। কিন্তু ফুটবলে তো ওভাবে হয় না। তবে আমাদের লক্ষ্য সুপার কাপ। আই-লিগ শেষ হলেই শুরু হবে এই টুর্নামেন্ট। আইএসএল ও আই-লিগের ক্লাবগুলি খেলবে। আমি আশাবাদী যে মেহরাজউদ্দিন যখন এসে গিয়েছে, আর অসুবিধা হবে না। আমি তো আছিই। ভালোই হবে।' এখন দেখার দীপেন্দু-মেহরাজউদ্দিনের জুটি কী ফুল ফোটায়! 

আরও পড়ুনSunando Dhar | AIFF: এআইএফএফ থেকে দায়িত্ব ছাড়লেন সুনন্দ! নেপথ্যে কী কারণ?

২০১৯-২০ মরসুমে ভারতীয় ফুটবলে পা রাখেন কিবু। প্রথম ক্লাব ছিল মোহনবাগান। প্রথম মরসুমে ক্লাবকে ভারতসেরা করে চমকে দেন। এরপর চলে যান কেরালা ব্লাস্টার্সে। সেখানে এক মরসুম কাটিয়ে কিবু পাড়ি দেন পোল্যান্ডে। পোলিশ ক্লাবে কোচিং করিয়ে ফের কলকাতায় দ্বিতীয় ইনিংস শুরু করেন ডায়মন্ড হারবার এফসি-র সঙ্গে। কিন্তু সেখানেও কিবু বেশিদিন কাটাতে পারেননি। এরপর মহামেডানেও মোহভঙ্গ হল। দেখতে গেলে কলকাতায় ফেরা সুখকর হল না ৫১ বছরের স্প্যানিশ কোচের।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.