Richa Ghosh: বিশ্বকাপে ফুল ফোটাচ্ছেন বাংলার মেয়ে! এবার আইসিসি দেখাল কোথায় রিচার জায়গা

Richa Ghosh Jumps 16 Places To Be In Top-20 In Women's T20 Batter Rankings: ধারাবাহিক ভাবে দুরন্ত ব্যাটিং করার পুরস্কার পেলেন রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে আইসিসি-র ক্রমতালিকায় প্রথম কুড়ি ব্যাটারদের মধ্যে চলে এলেন।  

Updated By: Feb 21, 2023, 08:14 PM IST
Richa Ghosh: বিশ্বকাপে ফুল ফোটাচ্ছেন বাংলার মেয়ে! এবার আইসিসি দেখাল কোথায় রিচার জায়গা
ব্যাট হাতে স্মৃতির দাপট

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার হয়ে গিয়েছেন বাংলার মেয়ে রিচা ঘোষ  (Richa Ghosh)। বিশ্ব মঞ্চে ফুল ফোটাচ্ছেন বাংলার মেয়ে! এবার আইসিসি দেখাল রিচার জায়গা। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মহিলা ব্যাটারদের যে, আন্তর্জাতিক ক্রমতালিকা প্রকাশ করেছে, সেখানে রিচা ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে এসেছেন। দক্ষিণ আফ্রিকায় চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2023) রিচা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে এসেছে ৪৭ রান। যার সুবাদে রিচা ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে মহিলা ব্যাটারদের তালিকায় এই উত্তরণ ঘটাতে পেরেছেন। প্রথম কুড়িতে থাকা পঞ্চম ভারতীয় হলেন রিচা। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) রয়েছেন তিন নম্বরে, শেফালি বর্মা (Shafali Verma) রয়েছেন ১০ নম্বরে। জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigues) রয়েছেন ১২ নম্বরে। ১৩ নম্বরে রয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)।

আরও পড়ুনWATCH: খেলা চলাকালীনই স্টেডিয়ামে চুটিয়ে পর্ন ফিল্মের শ্যুটিং! ঘটল বিখ্যাত ক্লাবেই

দেখতে গেলে দারুণ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন শিলিগুড়ির মেয়ে। মহিলাদের আইপিএল-এর নিলামে বড় চমক দিয়েছেন। মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীতকে টেক্কা দিয়েছেন রিচা। মুম্বই ইন্ডিয়ান্সে যাওয়া হরমনের ঝুলিতে এসেছে ১ কোটি ৮০ লক্ষ টাকা। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে রিচাকে দলে নিয়েছে ১ কোটি ৯০ লক্ষ টাকায়। গত মাসে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা। মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি রিচার উইকেটকিপিং দক্ষতাও চোখ ধাঁধানো। অন্যদিকে চলতি মহিলাদের  টি-২০ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তান হেরে যায়। বিসমা মারুফদের তিন রানে হারিয়ে দেন হেলে ম্য়াথিউজরা। আর এই ম্যাচের পরেই ভারতের শেষ চারের পথ কাঁটামুক্ত হয়ে গিয়েছিল। গতকাল ভারত লিগের শেষ ম্যাচে, আয়ারল্যান্ডকেহারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কনফার্মড করে নিত। এই ছিল সহজ সমীকরণ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে ভারত চলে যায় আরও একটি টি-২০ বিশ্বকাপের সেমিতে। ২০১৮, ২০২০ (রানার্স) র পর ভারত ফের বিশ্বযুদ্ধের শেষ চারে গিয়েছে। ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন স্মৃতি। গাবেখার (পোর্ট এলিজাবেথের নতুন নাম) সেন্ট জর্জেস পার্কে জ্বলে ওঠেন ভারতের তারকা ওপেনার ও ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা। ১৮.৪ ওভার পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন। ৫৬ বলে ৮৭ রানের মারকুটে ইনিংস খেলেন স্মৃতি। ৯টি চার ও ৩টি ছয় হাঁকান ১৫৫.৩৫-এর স্ট্রাইক রেটে। মাত্র ১৩ রানের জন্য স্মৃতিকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়। যদিও কেরিয়ারের সর্বোচ্চ আন্তর্জাতিক টি-২০ রানের ইনিংস খেলে ফেলেন তিনি।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.