সিংহভাগ শেয়ার এটিকের, এই শর্তেই বাগানের সঙ্গে গাঁটছড়া!
আইএসএল কতৃপক্ষের তরফ থেকেই যে মোহনবাগান-এটিকে গাঁটছড়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে তা পরিষ্কার করছেন এটিকে কর্ণধার।
নিজস্ব প্রতিবেদন: মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া নিয়ে মুখ খুললেন এটিকে কর্ণধার। বাগানের সঙ্গে শর্তসাপেক্ষ গাঁটছড়া বাঁধতে তৈরি এটিকে।
আরও পড়ুন- ‘কেন বেপরোয়াভাবে উইকেট দিয়ে এলে’, তুমুল সমালোচনার মুখে রোহিত
মোহনবাগান-এটিকের গাঁটছড়া নিয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে। মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া বাঁধলে তারা যে ফুটবল টিমের সিংহভাগ শেয়ারই নিয়ে নেবেন তা পরিষ্কার করে দিলেন এটিকের অন্যতম কর্ণধার উত্সব পারেখ। মোহনবাগান যেখানে শতাব্দী প্রাচীন ক্লাব, সেখানে এটিকে বছর চারেকের ক্লাব। তা সত্বেও এটিকে কর্ণধার বলছেন সিংহভাগ শেয়ার ছাড়া গাঁটছড়ার প্রশ্নই নেই।
আরও পড়ুন- পূজারার শতরানে অ্যাডিলেডে লড়াই করার মতো রান তুলল ভারত
আইএসএল কতৃপক্ষের তরফ থেকেই যে মোহনবাগান-এটিকে গাঁটছড়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে তা পরিষ্কার করছেন এটিকে কর্ণধার। তবে উতসব পারেখ জানাচ্ছেন যে সবুজ-মেরুনের কাছ থেকে সরকারিভাবে এখনও কোনও প্রস্তাব আসেনি। সামনের বছর মোহনবাগান-ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিশ্চিত। কলকাতা থেকে তিনটে ক্লাব আইএসএলে খেললেও তারা চ্যালেঞ্জ নিতে তৈরি বলে জানাচ্ছেন আত্মবিশ্বাসী এটিকে কর্ণধার।