ডার্বি জিতে ট্রফি এল মোহনবাগানে

ফুটবলে দুঃসময় চললে কী হবে, ক্রিকেটে ডার্বি জিতে সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটালেন সামি আমেদ, লক্ষ্ণীরতন শুক্লরা। গঙ্গা পাড়ের ক্লাবে ফুটবলে দীর্ঘদিন ট্রফি নেই, ক্রিকেটে কিন্তু এল। তাও আবার ইস্টবেঙ্গলকে হারিয়ে।

Updated By: Dec 26, 2012, 09:50 PM IST

ফুটবলে দুঃসময় চললে কী হবে, ক্রিকেটে ডার্বি জিতে সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটালেন সামি আমেদ, লক্ষ্ণীরতন শুক্লরা। গঙ্গা পাড়ের ক্লাবে ফুটবলে দীর্ঘদিন ট্রফি নেই, ক্রিকেটে কিন্তু এল। তাও আবার ইস্টবেঙ্গলকে হারিয়ে।
জেসি মুখার্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মোহনবাগান। বুধবার ইডেনে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে সাত উইকেটে হারিয়ে দিল মোহনবাগান। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অরিন্দম দাস। মোহনবাগানের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অরিত্র চ্যাটার্জি। দুটি উইকেট পেয়েছেন সামি আমেদ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। মোহনবাগানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন শুভময় দাস।

.