এ বছরের মোহনবাগান রত্ন বলাইদাস চট্টোপাধ্যায়

এ বছরের মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন বলাইদাস চট্টোপাধ্যায়। মরণোত্তর মোহনবাগান রত্ন পেতে চলেছেন বলাইদাস চট্টোপাধ্যায়। ২৯ জুলাই মোহনবাগান রত্ন দেওয়া হবে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল আগামি মরসুমে মোহনবাগানের অধিনায়ক হবেন ওডাফা। গতবারও ওডাফাই মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এদিকে গত মরসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ডেনসন দেবদাস। সেরা ক্রিকেটার শুভময় দাস।

Updated By: Jul 15, 2013, 06:57 PM IST

এ বছরের মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন বলাইদাস চট্টোপাধ্যায়। মরণোত্তর মোহনবাগান রত্ন পেতে চলেছেন বলাইদাস চট্টোপাধ্যায়। ২৯ জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন দেওয়া হবে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হল আগামি মরসুমে মোহনবাগানের অধিনায়ক হবেন ওডাফা। গতবারও ওডাফাই মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এদিকে গত মরসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ডেনসন দেবদাস। সেরা ক্রিকেটার শুভময় দাস। গত বছরের মোহনবাগান রত্ন হয়েছিলেন জার্নেল সিং।
নতুন মরসুমে অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। প্রথম দিন অনুশীলনে যোগ দিলেন কুড়িজন ফুটবলার। করিমের অনুপস্থিতিতে অনুশীলন করান সহকারি কোচ মৃদুল ব্যানার্জি।  কোচ করিমকে ছাড়াই নতুন মরসুমের অনুশীলন শুরু করে দিল মোহনবাগান। গত কয়েক মরসুম ট্রফি নেই সবুজ-বাগানে। তা সত্বেও কাতসুমিদের প্রথম দিনের অনুশীলনে সমর্থকদের উতসাহ ছিল চোখে পরার মত। করিমের অনুপস্থিতিতে অনুশীলন করান সহকারি কোচ মৃদুল ব্যানার্জি। প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন কুড়ি দল ফুটবলার।
রোউইলসন,আদিল খান আর অ্যান্টনি পেরেরা-গোয়ার তিন তারকা ফুটবলারই হাজির ছিলেন প্রথম দিনের অনুশীলনে করিম প্রো লাইসেন্স কোচিং করতে ব্যস্ত।তবে কাতসুমিদের জন্য প্র্যাকটিস সিডিশল পাঠিয়ে দিয়েছেন তিনি।তা মেনেই অনুশীলন করাচ্ছেন মৃদুল ব্যানার্জি।
 
গত বছর সন্তোষ কাশ্যপ জমানায় মোহনবাগানের প্রাক মরসুম প্রস্তুতিতে খামতি ছিল।তার খেসারত দিতে হয়েছিল সবুজ-মেরুনকে। এবার তাই শুরু থেকেই প্রাক মরসুম প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। কয়েকদিন পর থেকেই দুবেলা অনুশীলন করবেন কাতসুমিরা।

.