ডোপিংয়ে ধরা পড়ে লজ্জায় নাম প্রত্যাহার গে, পাওয়েলের
১০০ মিটার দৌড়ে বিশ্ব ইতিহাসের চার দ্রুততম পুরুষের মধ্যে দু`জনের গায়ে এবার ডোপ কেলেঙ্কারির কালি পড়ল। ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসার পরে আগামী মাসে মস্কোয় অনুষ্ঠিত হতে চলা বিশ্বচ্যাম্পিয়নের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিলেন টাইসন গে ও আসাফা পাওয়েল।
১০০ মিটার দৌড়ে বিশ্ব ইতিহাসের চার দ্রুততম পুরুষের মধ্যে দু`জনের গায়ে এবার ডোপ কেলেঙ্কারির কালি পড়ল। ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসার পরে আগামী মাসে মস্কোয় অনুষ্ঠিত হতে চলা বিশ্বচ্যাম্পিয়নের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিলেন টাইসন গে ও আসাফা পাওয়েল।
২০০৭-এর বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকান টাইসন গে এই বছরই হারিয়েছেন বিশ্বের দ্রুততম বিশ্বরেকর্ডের অধিকারী উসেইন বোল্টকে। ডোপ টেস্টে ধরা পড়ার কথা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নাম সরিয়ে নেন গে।
একদা ১০০মিটারে বিশ্বরেকর্ডের অধিকারী জামাইকান স্প্রিন্ট স্টার পাওয়েল নিজেই স্বীকার করেছেন তাঁর দেশেই বিশ্বচ্যাম্পিয়নশিপের ট্রায়ালের সময় তিনি ডোপ টেস্টে ধরা পড়েছেন। যদিও পাওয়েল ডোপ নেওয়ার কথা অস্বীকার করেছেন।