ডার্বি ম্যাচের টিকিটের দাম ফেরত চেয়ে ইষ্টবেঙ্গলকে চিঠি মোহনবাগানের
গত সপ্তাহে ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে আই লিগে বাকি সব ম্যাচ বাতিল করে দিয়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে করোনার বাড়বাড়ন্তে পনেরোই মার্চের ডার্বি আগেই স্থগিত করে দিয়েছিল ফেডারেশন। এরপর শুরু হয়ে যায় লকডাউন। অনিশ্চিত হয়ে পড়ে আই লিগ। পরবর্তীকালে দেশ জুড়ে করোনা ভাইরাস প্রাণঘাতী রূপ নেওয়ার ফলে গত সপ্তাহে ফেডারেশনের লিগ কমিটির বৈঠকে আই লিগে বাকি সব ম্যাচ বাতিল করে দিয়ে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।
যার ফলে বাতিল হয়ে যায় স্থগিত থাকা ডার্বি ম্যাচও। এরপরই কোয়েস ইষ্টবেঙ্গলের অন্যতম কর্তা সঞ্জিত সেনকে ডার্বি ম্যাচে টিকিটের দাম ফেরত চেয়ে চিঠি দেয় মোহনবাগান। মোহনবাগান কর্তাদের দাবি , "এই ডার্বি ম্যাচ আয়োজনের দায়িত্ব ছিল ইষ্টবেঙ্গলের। এই ডার্বিতে আই লিগের ফয়সলা হওয়ার সম্ভাবনা ছিল। তাই মেগা ডার্বির টিকিটের হাহাকারের কথা মাথায় রেখে সবুজ-মেরুন সমর্থকরা ১৫ মার্চের ডার্বির টিকিট অনেক আগেই কিনে রেখেছিল। "
যদিও তার আগে কল্যাণীতে আইজলকে হারিয়ে পয়েন্টে তালিকায় অনেক এগিয়ে থাকার সুবাদে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায়। চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর খোলা মনে ডার্বি উপভোগ করতে চেয়েছিল মোহনবাগান সমর্থকরা। করোনার জন্য আই লিগের বাকি সব বাতিল হয়ে যাওয়াতে সেই আনন্দ থেকে বঞ্চিত হতে হয় বাগান সমর্থকদের। আই লিগের সব ম্যাচ বতিল হওয়ার পর ডার্বির টিকিটের দাম ফেরত পেতে সমস্যায় পরে সবুজমেরুন সমর্থকরা। এরপরই আসরে নামে শতাব্দী প্রাচীন ক্লাবটি।
ইষ্টবেঙ্গল ক্লাবের অন্যতম প্রতিনিধি সঞ্জিত সেনকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় তাদের ক্লাবের সমর্থকরা কিভাবে টিকিটের দাম ফেরত পাবে। মোহনবাগানের চিঠি ইষ্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে অনলাইনে কাটা টিকিটের দাম ৯ এপ্রিল থেকেই ফিরিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। আর অফলাইনে কাটা টিকিটের দাম লকডাউন উঠে গেলে ফিরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - নবদ্বীপে সচিনভক্তরা ত্রাণ দিয়ে পালন করলেন প্রিয় ক্রিকেটারের জন্মদিন