ভারতসেরাদের আবেগে বরণ কলকাতার, শহরের রঙ আজ সবুজ মেরুন

আইলিগ জিতে বেঙ্গালুরু থেকে শহরে ফিরল মোহনবাগান। দুপুর একটা নাগাদ আইলিগ ট্রফি নিয়ে বিমানবন্দরে নামলেন সোনি, বলবন্তরা। মোহনবাগান ফুটবলারদের স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে হাজির ছিলেন হাজার হাজার সমর্থক। বিমানবন্দর থেকে বেরনো মাত্রই সোনিদের বরণ করে নিলেন বাগান সমর্থকরা। তারপর টিম বাসে চেপে বাগুইআটির উদ্দেশ্যে রওনা দিল মোহনবাগান দল। সারা রাস্তায় মোহনবাগান টিম বাসের সঙ্গে ছিল চব্বিশ ঘন্টা। এদিন কলকাতার রাস্তায় নেমেছিল মানুষের ঢল।

Updated By: Jun 1, 2015, 06:31 PM IST
ভারতসেরাদের আবেগে বরণ কলকাতার, শহরের রঙ আজ সবুজ মেরুন

ওয়েব ডেস্ক: আইলিগ জিতে বেঙ্গালুরু থেকে শহরে ফিরল মোহনবাগান। দুপুর একটা নাগাদ আইলিগ ট্রফি নিয়ে বিমানবন্দরে নামলেন সোনি, বলবন্তরা। মোহনবাগান ফুটবলারদের স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে হাজির ছিলেন হাজার হাজার সমর্থক। বিমানবন্দর থেকে বেরনো মাত্রই সোনিদের বরণ করে নিলেন বাগান সমর্থকরা। তারপর টিম বাসে চেপে বাগুইআটির উদ্দেশ্যে রওনা দিল মোহনবাগান দল। সারা রাস্তায় মোহনবাগান টিম বাসের সঙ্গে ছিল চব্বিশ ঘন্টা। এদিন কলকাতার রাস্তায় নেমেছিল মানুষের ঢল।

আইলিগ চ্যাম্পিয়নদের বাসকে ঘিরে যাত্রাপথে যোগ দিয়েছিলেন বহু মোহনবাগান সমর্থক। এমনকি রাস্তার ধারেও প্রিয় ফুটবলারদের অভিনন্দন জানাতে হাজির ছিলেন সবুজমেরুন সমর্থকরা। বিমানবন্দর থেকে প্রথমে বাগুইআটি পৌছন সোনিরা। সেখানে সঞ্জয় সেন ব্রিগেডকে সংবর্ধনা জানান সমর্থকরা। তারপর আইলিগ ট্রফি নিয়ে মোহনবাগান ক্লাবে ঢোকে টিম বাস। এরপর ক্লাব তাঁবুতে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ফুটবলারদের সংবর্ধনা জানানো হয়।
গার্ডেন সিটির রঙ সবুজ মেরুন করে শহরে ফিরল মোহনবাগান। সোমবার সকালের বিমানবন্দরও কার্যত চলে গিয়েছিল মোহনবাগান সমর্থকদের হাতে।

দেখে নেওয়া যাক মোহনবাগানের আজকের উত্‍সবের টাইমলাইন-

সকাল ১১.৩০টা
প্রিয় ফুটবলারদের বরণ করে নিতে বিমানবন্দর কার্যত দখল নিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা।

দুপুর ১২.৪৫টা
বেঙ্গালুরু থেকে শহরে পৌছলেন সোনি, বলবন্তরা। বিমানবন্দরে তাঁদের বরণ করে নিলেন হাজার হাজার সমর্থক।

দুপুর ১.২০টা
বিমানবন্দর ছেড়ে শহরের রাস্তায় মোহনবাগান টিম বাস।

দুপুর ১.৪৫টা
কৈখালি পৌছল সঞ্জয় সেন ব্রিগেড। রাস্তার ধারেও প্রিয় ফুটবলারদের স্বাগত জানাতে হাজির ছিলেন কাতারে কাতারে মানুষ।

দুপুর ২.১০
বাগুইআটিতে মোহনবাগান ফুটবলারদের সংবর্ধনা জানালেন সমর্থকরা।
AMBIENCE

দুপুর ২.৩০টা
লেকটাউনের রাস্তার দুদিকের রঙই হয়ে ওঠে সবুজ মেরুন

দুপুর ২.৫০টা
 চিংড়িহাটা হয়ে ক্লাবতাঁবুর উদ্দেশ্যে আইলিগ চ্যাম্পিয়নরা।
AMBIENCE

দুপুর ৩.২০
বাইপাস ধরে ছুটে চলল সোনি, বোয়াদের টিম বাস।

বিকেল ৪.২৫
ইডেন গার্ডেন্সের সামনে পৌছয় মোহনবাগানের টিম বাস

বিকেল ৪.৪৫
এক ঘন্টার রাস্তা চার ঘন্টায় অতিক্রম করে অবশেষে আইলিগ ট্রফি নিয়ে ক্লাবতাঁবুতে পৌছলেন সোনি, বোয়ারা।

মোহনবাগান ক্লাব লনে সংবর্ধিত করা হয় ভারতসেরাদের।

 

.