মারগাঁওতে মান গেল মোহনবাগানের

মারগাঁওতে ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড বরাবরই সাদামাটা। এবারও সেই রেকর্ড অব্যাহত রাখল তারা। মারগাঁওতে পাঁচ-শূন্য গোলে হেরে গেল মোহনবাগান। ডেম্পোর হয়ে দুটি করে গোল করেন রন্টি মার্টিনস আর জোয়াকিম।

Updated By: Nov 2, 2011, 06:21 PM IST

মারগাঁওতে ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের রেকর্ড বরাবরই সাদামাটা। এবারও সেই রেকর্ড অব্যাহত রাখল তারা। মারগাঁওতে পাঁচ-শূন্য গোলে হেরে গেল মোহনবাগান। ডেম্পোর হয়ে দুটি করে গোল করেন রন্টি মার্টিনস আর জোয়াকিম। একটি গোল করেন সমীর নায়েক। বুধবার সুনীল-অসীমরা একেবারেই সাদামাটা ফুটবল খেললেন। ব্যারেটো-ওডাফার মত দুই সেরা তারকা না থাকায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডেম্পোর তারকাখচিত মাঝমাঠ। আর্মান্দোর স্ট্র্যাটেজিকে কাউন্টার করার কোন উত্তর ছিল না সুব্রতর কাছে। প্রথমার্ধের শুরুতেই দু মিনিটের ব্যবধানে রন্টি মার্টিনস আর জোয়াকিমের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় মোহনবাগানকে। এরপরই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আনোয়ারকে। জাতীয় দলের এই ডিফেন্ডার বেরিয়ে যাওয়ার পরই মোহনবাগান ডিফেন্সে কার্যত কাঁপুনি ধরিয়ে দেন রন্টি-রা। বিরতির আগেই চার-শূন্য গোলে এগিয়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোয়াকিমের গোলে পাঁচ-শূন্য ব্যবধানে এগিয়ে যায় গোয়ার দলটি। আগের দুটো ম্যাচে জয় পেলেও,ডেম্পোর বিরুদ্ধে একেবারেই ছন্দে পাওয়া যায়নি অসীমদের।

.