ঘরের মাঠে কাল সামনে আইজল, মোহনবাগানের চিন্তায় আবার এক প্রাক্তনও

মোহনবাগানের প্রতিপক্ষ আইজল এফসি আবার আই লিগে তাদের প্রথম ম্যাচে শিলং-লাজং-এর  কাছে ১-২ গোলে হেরেছে।

Updated By: Nov 2, 2018, 08:11 PM IST
ঘরের মাঠে কাল সামনে আইজল, মোহনবাগানের চিন্তায় আবার এক প্রাক্তনও

নিজস্ব প্রতিনিধি : আই লিগের প্রথম ম্যাচে গোকুলামের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে বাগানের সামনে আইজল এফসি।  পাহাড়ি দলকে হারিয়ে এবারের আই লীগে জয়ে ফিরতে চাইছে শঙ্কর লাল চক্রবর্তীর দল। আইজলের বিরুদ্ধে সোনি আর ইউটা হতে পারেন শঙ্করের তুরুপের তাস। গোকুলামের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ওমর এলহুসেইনি। ঘরের মাঠে শনিবার যেন-তেন প্রকারে জয় চাই, তাই আইজল এফসির বিরুদ্ধে ওমরের পরিবর্তে বাগানের মাঝমাঠ সামলাতে হয়তো দেখা যেতে পারে ইউটা কিনওয়াকিকে। ডিকা, কিংসলে, হেনরি ও ইউটা- সম্ভবত এই চার বিদেশি দিয়ে আইজলের বিরুদ্ধে শুরু করবে মোহনবাগান। শুক্রবারই সই করেছেন সোনি। শনিবার মিনিট ২০ খেলানো হতে পারে হাইতিয়ান তারকাকে। এমনই ইঙ্গিত পাওয়া গেল। 

আরও পড়ুন-  চার বলে চার উইকেট, ৩০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ভূস্বর্গের পেসার

শুক্রবার ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ শঙ্কর লাল চক্রবর্তী বলেন, "প্রথম ম্যাচ ড্র হয়েছে। তাই এই ম্যাচে জয় ছাড়া আমরা কিছু ভাবছি না। আইজল খুব ভালো দল। প্রচণ্ড দৌড়ে খেলে ওরা। কঠিন প্রতিপক্ষ। গত বছর হোম ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছে। তাই এবার হোম এবং অ্যাওয়ে ম্যাচে আমরা সতর্ক। আইজল দলে বৈচিত্র্য আছে। ভালো বিদেশিও রয়েছে ওদের। ক্রোমাকে নিয়ে আলাদা ভাবনা-চিন্তা করেছি। তবে গোটা দল নিয়েই আমাদের পরিকল্পনা।"

আরও পড়ুন-  হরভজন বাঁদর বলে ডেকেছিলেন, সাইমন্ডস তার পর থেকেই মদ্যপ!

মোহনবাগানের প্রতিপক্ষ আইজল এফসি আবার আই লিগে তাদের প্রথম ম্যাচে শিলং-লাজং-এর  কাছে ১-২ গোলে হেরেছে। বাগানের বিরুদ্ধে তাই জিততে মরিয়া আইজল কোচ গিফট রাইকানও।

.