বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের ছবি পোস্ট করল BCCI,নিমেষে ভাইরাল ছবি
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০,০০০। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
নিজস্ব প্রতিবেদন: মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম। আহমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এক লাখ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন আহমেদাবাদের এই স্টেডিয়ামে। এর আগে মোতেরাতে ৫৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন।
মঙ্গলবারই নবনির্মিত মোতেরার এরিয়াল ভিউ ছবি পোস্ট করেছে বিসিসিআই। সঙ্গে লেখা রয়েছে,
#মোতেরা স্টেডিয়াম
আমেদাবাদ, ভারত
দর্শকাসন ১,১০,০০০ বেশি
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম
#MoteraStadium
Ahmedabad, India
Seating capacity of more than 1,10,000
World's largest #Cricket stadium pic.twitter.com/FKUhhS0HK5
— BCCI (@BCCI) February 18, 2020
অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০,০০০। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু নবনির্মিত মোতেরার এই স্টেডিয়াম এবার মেলবোর্নের থেকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা ছিনিয়ে নিতে চলেছে।
২৪ এবং ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্মিত সর্দার বল্লভ ভাই স্টেডিয়ামের উদ্বোধন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ২০২১ সালে ফেব্রুয়ারিতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে ইংল্যান্ড। ওই সিরিজের একটি দিন-রাতের টেস্ট হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
আরও পড়ুন - IND vs NZ 2020: প্রথম টেস্টে মাঠে নামার আগে প্রস্তুতি তুঙ্গে টিম ইন্ডিয়ার