অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঢাকে পড়ল কাঠি! প্রকাশিত হল সূচি...যুবভারতীতে ৭টি ম্যাচ

ভারতীয় মহিলা দল সম্ভবত গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে গুয়াহাটিতে।

Updated By: Feb 18, 2020, 06:53 PM IST
অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ঢাকে পড়ল কাঠি! প্রকাশিত হল সূচি...যুবভারতীতে ৭টি ম্যাচ

নিজস্ব প্রতিবেদন: কোয়ার্টার ফাইনাল সহ মেয়েদের যুব বিশ্বকাপের সাতটা ম্যাচ হবে যুবভারতীতে। তবে মেগা টুর্নামেন্টের ফাইনাল পাওয়া থেকে বঞ্চিত হতে হল কলকাতাকে। ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (ছেলেদের) ফাইনাল হয়েছিল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। কিন্তু এবার অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ফাইনাল হবে নবি মুম্বইয়ে।

কলকাতা,মুম্বই, গুয়াহাটি ছাড়াও আমেদাবাদ, ভুবনেশ্বর দুটি নতুন ভেনুতে হবে মেয়েদের যুব বিশ্বকাপের ম্যাচ। ভারতীয় মহিলা দল সম্ভবত গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে গুয়াহাটিতে।

 

২ নভেম্বর গুয়াহাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ২১ নভেম্বর নবি মুম্বইয়ে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ফাইনাল।

 

আরও পড়ুন - বিশ্বকাপের আগে ব্যাটিং চিন্তায় রাখল হরমনপ্রীতদের! প্রস্তুতি ম্যাচে জয়,সুপার ওভারে হার

 

.