ধোনি-পত্নীর জীবন নাশের শঙ্কা! বন্দুকের লাইসেন্স চান সাক্ষী
জীবন নাশের হুমকি! নিজের সঙ্গে বন্দুক রাখার আবেদন করে লাইসেন্স চাইছেন সাক্ষী ধোনি।
নিজস্ব প্রতিবেদন: জীবন নাশের হুমকি! নিজের সঙ্গে বন্দুক রাখার আবেদন করে লাইসেন্স চাইছেন সাক্ষী ধোনি।
আরও পড়ুন- ফের বল-বিকৃতি কাণ্ড, লঘু শাস্তি দিল আইসিসি
জি নিউজ সূত্রে খবর, পয়েন্ট থ্রি টু রিভলভারের জন্য আবেদন জানিয়েছেন ধোনি-পত্নী। কতৃপক্ষের কাছে সাক্ষী জানিয়েছেন, বেশিরভাগ সময়ই তিনি একা থাকেন এবং ব্যক্তিগত কাজের জন্য বাইরেও যেতে হয় তাঁকে। ফলে অনেক সময়ই তাঁর জীবনের ঝুঁকি থাকে। তাই নিরাপদ এবং সুরক্ষিত জীবনের জন্যই আইনি পদ্ধতিতে 'বন্দুকধারী' হতে চাইছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের স্ত্রী।
আরও পড়ুন- ফুটবল যুবরাজের জন্য এই বার্তাই দিলেন মেসি-পত্নী
২০০৮ সালে প্রথম বন্দুকের আবেদন জানিয়েছিলেন খোদ মহেন্দ্র সিং ধোনি। রাঁচি প্রশাসন থেকে সেবার ধোনির আবেদন নাকচ করে দেওয়া হয়। পরে ২০১০ সালে দ্বিতীয়বার আবেদন করলে মাহিকে ছাড়পত্র দেওয়া হয়।
আরও পড়ুন- লাইভেই সাংবাদিকের বক্ষে হাত! জোর করে চুম্বন! তারপর...
উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কলকাতায় খেলতে এসে লালবাজারে হাজির হয়েছিলেন ক্যাপ্টেন কুল। সেখানে বন্দুকবাজির এক পশলা মহড়া দেখিয়েছিলেন মাহি। সেই ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টও করে কলকাতা পুলিস।