সানরাইজার্স হায়দরাবাদে সমস্যা থেকে মুক্তি মুস্তাফিজুর রহমানের

এ বছরই প্রথম আইপিএল খেলছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম থেকেই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। সানরাইজার্স হায়দরাবাদের পেস আক্রমণে তিনিই ভরসা দিচ্ছেন সবথেকে বেশি। কিন্তু আইপিএলে খেলতে এসে শুরু থেকেই ভাষা নিয়ে সমস্যায় ছিলেন মুস্তাফিজুর রহমান। কারণ, বাংলা ছাড়া আর কোনও ভাষাতেই তিনি কথা বলতে পারেন না এখনও। ইংরেজি শিখছেন।

Updated By: Apr 21, 2016, 11:27 AM IST
সানরাইজার্স হায়দরাবাদে সমস্যা থেকে মুক্তি মুস্তাফিজুর রহমানের

ওয়েব ডেস্ক: এ বছরই প্রথম আইপিএল খেলছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম থেকেই তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। সানরাইজার্স হায়দরাবাদের পেস আক্রমণে তিনিই ভরসা দিচ্ছেন সবথেকে বেশি। কিন্তু আইপিএলে খেলতে এসে শুরু থেকেই ভাষা নিয়ে সমস্যায় ছিলেন মুস্তাফিজুর রহমান। কারণ, বাংলা ছাড়া আর কোনও ভাষাতেই তিনি কথা বলতে পারেন না এখনও। ইংরেজি শিখছেন।

অথচ, ভাষা সমস্যার জন্য সানরাইজার্সের টিম মিটিংয়ে থাকতে পারতেন না এই বাংলাদেশী পেসার। তাই দলের পরিকল্পনায় সমস্যান হচ্ছিল। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজুরের জন্য দোভাষী নিয়োগ করেছে। ফলে এখন থেকে আর ভাষা নিয়ে সমস্যায় পড়তে হবে না তাঁকে।

.