Neeraj Chopra: জীবনের গল্প শোনাতে কলকাতায় চলে এলেন 'সোনার ছেলে' নীরজ
অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম শহরে নীরজ।
নিজস্ব প্রতিবেদন: নীরজ চোপড়া (Neeraj Chopra) চলে এলেন কলকাতায়। মঙ্গলবার বিকালেই শহরে পা রাখলেন টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সোনা জয়ী জ্যাভিলিন থ্রোয়ার। স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত আয়োজিত 'তাহাদের কথা' শো-তে উপস্থিত থাকতেই নীরজ এলেন শহরে।
শতদ্রু তাঁর ফেসবুকে ভিডিয়ো শেয়ার করে জানিয়ে দিলেন যে, নীরজ চলে এসেছেন তিলোত্তমায়। এদিন দমদম বিমানবন্দরে পুস্পস্তবক দিয়েই নীরজকে স্বাগত জানান শতদ্রু। অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম কলকাতায় নীরজ। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর মেন্টর এবং কাকা ভীম সিং।
আরও পড়ুন: Neeraj Chopra: সোনা জয়ী নীরজ চোপড়ার কোচকে ছাঁটাই করা হল!
আরও পড়ুন: Lasith Malinga: বাইশ গজকে বিদায় জানালেন শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা
অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নীরজ সেই নজির গড়েছেন। গত ৭ অগাস্ট নীরজ টোকিও থেকে সোনা জিতছিলেন। তারপর থেকে সংবর্ধনায় ভেসে যাচ্ছেন তিনি। এবার শহর কলকাতা সংবর্ধনা জানাবে দেশের 'সোনার ছেলে'কে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)