Neeraj Chopra | Commonwealth Games 2022: চোটের জন্য কমনওয়েলথ থেকে সরে দাঁড়ালেন নীরজ!

কুঁচকির চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ালেন নীরজ চোপড়া।

Updated By: Jul 26, 2022, 01:04 PM IST
Neeraj Chopra | Commonwealth Games 2022: চোটের জন্য কমনওয়েলথ থেকে সরে দাঁড়ালেন নীরজ!
নীরজ নেই কমনওয়েলথে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত সত্যি হল আশঙ্কা। কুঁচকির চোটের জন্য কমনওয়েলথ গেমস থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার এবার কমনওয়েলথে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন। সদ্যই মার্কিন মুলুকে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) রুপো জিতেছেন নীরজ। তখনই তাঁকে চোট ভুগিয়েছিল। নীরজ রুপো জেতার পর জানিয়ে ছিলেন যে, "চতুর্থ থ্রোয়ের পর আমি থাইয়ে অস্বাচ্ছন্দ্য বোধ করি। যতটা জোর দিয়ে ছুড়তে চেয়েছিলাম, সেটা করতে পারিনি।" নীরজ কমনওয়েলথে নামলে ভারত পদক পেত এমনটা বলাই যায়। কারণ আগুনে ফর্মে আছেন নীরজ। বলা যেতে পারে কমনওয়েলথে ভারতের পদক হাতছাড়া হল। ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে নীরজ সোনা জিতেছিলেন। 

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ট্যুইট করে জানায়, "আমাদের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া বার্মিংহ্যামে পদক ধরে রাখার লড়াইয়ে নামছেন না। তাঁর ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করি। এই কঠিন সময় আমাদের সমর্থন রয়েছে নীরজের সঙ্গে। "

অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছিলেন নীরজ। ২০০৩ সালে প্যারিসে অঞ্জু  লং জাম্পে ব্রোঞ্জ পান। ১৯ বছর পর অঞ্জুকে ছাপিয়ে নীরজ রুপো জিতে দেশর মুখ বিশ্বমঞ্চে ফের উজ্জ্বল করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস প্রথমেই ছোড়েন ৯০.৫৪ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা পেয়েছেন। নীরজ এই ইভন্টে প্রথমেই ফাউল থ্রো করেন। অ্যান্ডারসন  প্রথমেই ছোড়েন ৯০.২১ মিটার। ফলে নীরজের কাজটা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সুযোগে নীরজ ছোড়েন ৮২.৩৯ মিটার। তৃতীয় সুযোগে দূরত্ব বাড়ান টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। নীরজ ছোড়েন ৮৬.৩৭ মিটার। ফলে চতুর্থ স্থানে ছিলেন তিনি। নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ।

আগামী ২৮ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন চলতি বছর ৩২২ জনকে কমনওয়েলথে পাঠাচ্ছে। ২১৫ জন অ্যাথলিট রয়েছেন টিমে। আধিকারিক ও সাপোর্ট স্টাফ মিলিয়ে বাকি ১০৭ জন রয়েছেন। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের অভূতপূর্ব সাফল্য এসেছে। এরপরেই ক্রীড়াবিদদের ওপর প্রত্যাশার পারদ অনেকটা ঊর্ধ্বমুখী।২০২৪ প্যারিস অলিম্পিকসের প্রস্তুতি হিসেবে কমনওয়েলথের মঞ্চকে দেখছে ক্রীড়ামহল।

আরও পড়ুন: Bisheshwar Nandi | CWG 2022: দীপার গুরু বিশ্বেশ্বরই এবার কমনওয়েলথে প্রণতিদের কোচ

আরও পড়ুনNeeraj Chopra: এক সঙ্গে তিনটি ছবির প্রস্তাব নীরজকে! 'সোনার ছেলে' কী বললেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.