চোটের সত্যতা প্রমাণ করতে সোশাল মিডিয়ায় মেডিকেল রিপোর্ট আপলোড করলেন বোল্ট
ওয়েব ডেস্ক: সময় সত্যিই মানুষকে কত কী করতে বাধ্য করে। নিজের চোটের সত্যতা প্রমাণ করতে সোশাল মিডিয়ায় মেডিকেল রিপোর্ট আপলোড করতে হল কিনা উসেইন বোল্টকে। হঠাত্ পেশিতে চোট পাওয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপে 4X100 মিটার রিলে রেস শেষ করতে পারেননি বোল্ট। অনেকেরই মনে হয়েছিল পিছিয়ে থাকায় রেস জিততে পারবেন না বুঝে চোটের অজুহাতে রেস পূর্ণ করেননি তিনি।
আরও পড়ুন যেকোনও জায়গায় ব্যাট করতে নেমেই ভাল পারফর্ম করতে চান মণীশ পাণ্ডে
বিষয়টা মোটেই মন থেকে মেনে নিতে পারেননি ট্র্যাকের বিদ্যুত। তারপরই নিজের মেডিকেল রিপোর্ট আপলোড করেন বোল্ট। রিপোর্ট অনুযায়ী তাঁর বাঁ পায়ের পেশিতে টিয়ার রয়েছে। তিন মাস তাঁকে রিহ্যাব করতে হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন একদিনের ম্যাচের সিরিজের ফল কী হবে, বলে দিলেন সুনীল গাভাসকর