বার্সেলোনায় ভিলেন নেইমার!

Updated By: Aug 3, 2017, 10:50 PM IST
বার্সেলোনায় ভিলেন নেইমার!

ওয়েব ডেস্ক:  বার্সা থেকে মুছে ফেলা হচ্ছে নেইমারের সব স্মৃতি। যেখানে নেইমারের ছবি রয়েছে তা ছিঁড়ে ফেলছেন বার্সার সমর্থকরা। তাদের দাবি নেইমার তাদের কাছে অতীত।

গত বছরই পাঁচ বছরের জন্য বার্সাতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নেইমার। কিন্তু অর্থের লোভে বার্সালোনার মানুষের  বিশ্বাসে আঘাত দিয়েছেন তিনি। অভিযোগ সেখানকার মানুষের।  তাই নেইমার আজ বার্সাতে ভিলেন। তিন বছর আগে যেদিন ন্যূ ক্যাম্পে প্রথম এসেছিলেন  এই ব্রাজিলিয়ান তারকা ,সেদিন তাকে স্বাগত জানাতে হাজার হাজার বার্সা সমর্থক হাজির ছিলেন রাস্তার দুধারে। আজ তারাই মুছে ফেলতে চাইছেন নেইমারের সব স্মৃতি। ন্যূ ক্যাম্প সহ বার্সার সর্বত্র যেখানে যেখানে নেইমারের ছবি রয়েছে তা ছিঁড়ে ফেলছেন বার্সার সমর্থকরা। তাদের দাবি নেইমার তাদের কাছে অতীত । বিশ্বাসঘাতকের কোন স্থান নেই বার্সেলোনার গলি থেকে রাজপথে।  

.