আফ্রিকার সেরা নাইজেরিয়া, আনন্দে উত্‍সব ওডাফাদের

দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে আফ্রিকা সেরা হল নাইজেরিয়া। মহাদেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হল সুপার ঈগলরা। প্রতিযোগিতার ফাইনালে বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল নাইজেরিয়া। জয়সূচক গোলটি করেন সানডে এমবার।

Updated By: Feb 11, 2013, 07:58 PM IST

দীর্ঘ ১৯ বছর পর ফুটবলে আফ্রিকা সেরা হল নাইজেরিয়া। মহাদেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা আফ্রিকান নেশনস কাপ চ্যাম্পিয়ন হল সুপার ঈগলরা। প্রতিযোগিতার ফাইনালে বুরকিনা ফাসোকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতল নাইজেরিয়া। জয়সূচক গোলটি করেন সানডে এমবার।
এমনিতে আফ্রিকার ফুটবলে নাইজেরিয়া বরাবরই শক্তিধর দেশ। কিন্তু ২০০০ সালের পর থেকে নাইজেরিয়ার ফুটবলে অধঃপতন শুরু হয়। ২০০৬ জার্মানি বিশ্বকাপের মুলপর্বে খেলার যোগ্যতাঅজর্নই করতে পারেনি পশ্চিম আফ্রিকার এই দেশটি। কিন্তু এবার আফ্রিকা সেরা হয়ে নাইজেরিয়া আবার বিশ্বফুটবলে ফিরে আসার হুঙ্কার দিল।
কলকাতা ময়দানে যত বিদেশি ফুটবল খেলতে আসেন তাদের অধিকাংশ নাইজেরিয়ান। আফ্রিকার সেরা হওয়ার আনন্দে মাতলেন ওডাফারা।
এর আগে ১৯৯৪ সালে স্টিফেন কেশির নেতৃত্বে প্রতিযোগিতার টাইটেল জিতেছিল নাইজেরিয়া। এবারও তার হাত ধরেই দুই দশক পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে দেশটি। তার অধীনেই খেলেছে নাইজেরিয়ার জাতীয় দলের ফুটবলাররা।
অবশ্য নাইজেরিয়াকে সহজেই ছেড়ে দেয়নি ফাসো। প্রথম গোলের জন্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নাইজেরিয়া। জালে বল জড়ান সানডে। বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও ব্যবধানে হেরফের ঘটাতে পারেনি কোনো পক্ষ। তাই এই ব্যবধানে জিতেই শিরোপা উৎসবে মাতে নাইজেরিয়া।

.