Nitu Ghangas | World Boxing C'ships 2023: তেরঙা উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন নীতু! ভারতকে সোনা দিলেন হরিয়ানার কন্যা

Nitu Ghanghas clinches gold in Women's World Boxing finals: এখন একটাই নাম নীতু ঘাঙ্ঘাস। মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা জিতলেন দেশের মেয়ে। মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেশবাসীর স্বপ্নপূরণ করলেন নীতু।

Updated By: Mar 25, 2023, 07:35 PM IST
 Nitu Ghangas | World Boxing C'ships 2023: তেরঙা উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন নীতু! ভারতকে সোনা দিলেন হরিয়ানার কন্যা
বিশ্বচ্যাম্পিয়ন নীতু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর হাতের ওপর ভরসা ছিল গোটা দেশের। হতাশ করলেন না হরিয়ানার কন্যা নীতু ঘাঙ্ঘাস (Nitu Ghangas)। শনিবার ফাইনালে শেষ হাসি হাসলেন তিনিই। প্রতিপক্ষকে উড়িয়ে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (Women's World Boxing Championships) সোনা জিতলেন নীতু। বিশ্বমঞ্চে তেরঙা উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন নীতু। এদিন ৪৮ কেজি (মিনিমাম ওয়েট) বিভাগে মঙ্গোলিয়ার লুতসাইখান আলতানসেতসেগকে ( Lutsaikhan Altantsetseg) হারিয়ে দিলেন নীতু। কমনওয়েলথ গেমসের সোনা জয়ী নীতু, এদিন দু'বারের এশিয়ান চ্যাম্পিয়ন ব্রোঞ্জ পদকজয়ীকে হারিয়ে লিখেছেন ইতিহাস। নীতু তাঁর কেরিয়ারের দ্বিতীয় বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসরে নেমেই করলেন বাজিমাত।

নীতু ষষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে এই অনন্য ইতিহাস লিখেছেন। এর আগে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে সোনা জিতেছেন মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি ও নিখাত জারিন। নীতু এদিন শুরু থেকেই অসাধারণ বক্সিং করেছেন। প্রথম রাউন্ডে তিনি ৫-০ উড়িয়ে দেন আলতানসেতসেগকে। দ্বিতীয় রাউন্তে নীতু ৩-২ হারেন। কিন্তু তৃতীয় রাউন্ডে অসাধারণ প্রত্যাবর্তন করেন। নীতুর আগ্রাসন ও দক্ষতা আলাদাই কথা বলেছে এদিন। তারই ফল পেয়েছেন তিনি। নয়াদিল্লিতে এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ায় নীতু পেয়েছেন বাড়তি ঘরের দর্শকের সমর্থন। ফলে নীতু এদিন বাড়তি অক্সিজেন পেয়েই উড়িয়েছেন প্রতিপক্ষকে। বার্মিংহ্যাম কমনওয়েলথে নীতুর সোনা ছাড়াও জোড়া সোনা আছে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে। দারুণ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

 

.